Hospitalized Rajinikanth, see helath condition of Thalaiva

হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন Rajinikanth, দেখে নিন কেমন আছেন থালাইভা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই চেন্নাইয়ের কাবেবী হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত(Rajinikanth)কে। তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। কিন্তু এখন কেমন আছেন অভিনেতা?

পরিবার সূত্রে খবর, তাঁর আগামী ছবি ‘আনাত্তে’ মুক্তির আগেই সুপারস্টারকে হাসপাতাল থেকে ছাড়া হবে। ‘থালাইভা’-র স্ত্রী লতা সংবাদ-মাধ্যমকে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যদিও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বুকে ব্যথা এবং অস্বস্তির কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে তা ঠিক নয়।

নাট্যকর্মী মহেন্দ্রন, হাসপাতালে রজনীকান্তকে দেখে ফেরার পর সংবাদ-মাধ্যমকে জানান, ”উনি এখন হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। আমি ওঁর চিকিৎসার ব্যাপারে বিশদ বলতে পারব না, তবে উনি ভালো আছেন। ‘আনাত্তে’ মুক্তির আগেই ওঁকে ছেড়ে দেওয়া হবে।’

অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘এটা রুটিন হেলথ চেক আপ মাত্র। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওঁনার শারীরিক পরীক্ষা করানো হয়, সেই জন্যই এই মুহূর্তে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি’।  গত বছর ডিসেম্বরে রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রজনীকান্তকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেতাকে কাবেবী হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিবার সূত্রে খবর চিন্তার কোনও কারণ নেই। রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ বছর বয়সী এই তারকাকে। সোমবারই নয়া দিল্লির বিজ্ঞান ভবনে হাজির ছিলেন থালাইভা। সেখানে তাঁকে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান এটি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest