শাহরুখ-গৌরীর দিল্লির বাড়িতে থাকতে পারবেন আপনি! আমন্ত্রণ জানাচ্ছেন খোদ কিং খান…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খানের।  বলিউডের এই পাওয়ার কাপলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সকলে। শাহরুখ-গৌরীর মুম্বইয়ের বাসস্থান ‘মন্নত’ নিয়ে স্বপ্ন দেখেন অনেকে। কিন্তু আপনি কি জানেন এবারে আপনি থাকতে পারেন কিং খানের বাড়িতে?

সম্প্রতি দিল্লির বাড়িটিকে নতুন করে ডিজাইন করেছেন গৌরী খান। দিল্লিতে থাকার সময়ই গৌরীর সঙ্গে শাহরুখের আলাপ ও প্রেম। স্বাভাবিক ভাবেই এই শহরের সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে এই জুটির। সে কারণে বাড়িটিও দারুণ পছন্দসই জিনিসে ভরিয়ে তুলেছেন অভিনেতা ও তাঁর স্ত্রী। শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রামে সেই বাড়ির কয়েকটি ঝলক শেয়ার করে লিখেছেন, তিনি চুক্তি করেছেন Airbnb-র সঙ্গে। যাদের সাহায্যে তাঁদের দিল্লির বাড়িতে একটি প্রতিযোগিতার মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করতে পারবেন খান দম্পতি।

ইনস্টাগ্রামের মাধ্যমে বাড়ির ভার্চুয়াল ট্যুর করিয়েছেন শাহরুখ। এরই সঙ্গে পাঁচটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। লিভিং রুম, বেডরুমের ছবিও রয়েছে সেখানে। শাহরুখ এই ছবিগুলি শেয়ার করে লিখেছেন, ‘দিল্লিতে আমাদের শুরুর দিকের কত কত স্মৃতি রয়েছে। এই শহরটা আমাদের হৃদয়ে বিশেষ জায়গায় রয়েছে।’

আরও পড়ুন: শুভ জন্মদিন Heartthrob! জেনে নিন আবির চ্যাটার্জি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য

তরফেও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি খোলসা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে, শাহরুখ ও গৌরীর সঙ্গে তাঁদের দুই ফ্যান এক রাতের জন্য থাকতে পারবেন। গৌরী নিজেও একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এয়ারবিএনবির সুযোগের কথাও লিখেছেন তিনি। পঞ্চশীল পার্কের এই বাড়িতে ফ্যানেদের থাকার জন্য একটি প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি অ্যাপ্লিকেশন পূরণ করতে হবে এবং ১০০ শব্দের  মধ্যে ব্যাখ্যা করতে হবে আপনার জন্যে ‘ওপেন আর্ম ওয়েলকাম’ কী? আসলে এই প্রশ্নটিই শাহরুখের বিশেষ সিগনেচার পোজকে বোঝায়। ৩০ নভেম্বরের মধ্যে এই উত্তর লিখে পাঠাতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ী, আরো একজন সঙ্গীকে নিয়ে কিং খানের উত্তর দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িতে আগামী ১৩ ফেব্রুয়ারি এক রাত থাকতে পারবেন। ভাগ্যবান বিজেতা এবং তাঁর সঙ্গে আরও একজন অতিথি শুধু যে এইখানে থাকার সুযোগ পাবেন তাই নয়। গৌরী খানের সাজানো এই বাড়িতে তাঁরা খান পরিবারের প্রিয় খাবারগুলিও খেতে পারবেন। তার সঙ্গে থাকবে কিং খানের প্রিয় এবং উল্লেখযোগ্য ছবিগুলি পরপর দেখার সুযোগ। এমনকি খান পরিবারের তরফ থেকে অতিথিদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহার।

আরও পড়ুন: আসছে তীরন্দাজ শবর! ২৫ নভেম্বর থেকে শ্যুটিং শুরু, দেখুন মহরতের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest