অস্কার অনুষ্ঠানের জন‍্য আমন্ত্রণ পেলেন হৃতিক রোশন ও আলিয়া ভাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: অস্কার (oscar) অনুষ্ঠানের জন‍্য আমন্ত্রণ জানানো হল হৃতিক রোশন (hrithik roshan) ও আলিয়া ভাটকে (alia bhatt)। সারা বিশ্বের মোট ৮১৯ জন আমন্ত্রিতের মধ‍্যে বলিউড থেকে হৃতিক ও আলিয়া অন‍্যতম। এই আমন্ত্রণ স্বীকার করলে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সাইন্সেসের আগামী বছরের অনুষ্ঠানে ভোট দেওয়ার সুযোগ পাবেন হৃতিক ও আলিয়া।

এছাড়াও রয়েছেন কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকেন্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, তথ্যচিত্র পরিচালক নিষ্ঠা জৈন ও অমিত মাধেশিয়া, ভিশ্যুয়াল এফেক্টস সুপারভাইজার বিশাল আনন্দ এবং সন্দীপ কামাল। পরিচালক মিলাপ জাভেরি নিজের টুইটার হ‍্যান্ডেলে সুখবরটি জানিয়ে লেখেন, ‘অসাধারন! আলিয়া ভাট ও হৃতিক রোশন দুজনেরই এটা প্রাপ‍্য। দুজনেই সুপারস্টার।’

আরও পড়ুন: নামমাত্র পোশাকে ক‍্যামেরাবন্দি প্রিয়াঙ্কা, মুহূর্তে ভাইরাল নতুন ফটোশুট

https://twitter.com/zmilap/status/1278085924916621313?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1278085924916621313%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fhrithik-roshan-and-alia-bhatt-invited-for-oscars%2F

২০২১ এর ২৫ এপ্রিল বসবে অস্কারের আসর। প্রথমে ঠিক হয়েছিল আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি হবে অস্কার অনুষ্ঠান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সিইও ডেভিড হাডসন বলেন, “দীর্ঘদিন ধরে কঠিন সময়েও সিনেমা আমাদের আশা, ভরসা ও বিনোদনের যোগান দিয়ে আসছে। আমরা আশা করছি অস্কারের সময় পিছিয়ে দেওয়ায় পরিচালকেরা নিজেদের সিনেমা শেষ করতে সক্ষম হবেন।”

প্রসঙ্গত, ২০১৬ সালে বিতর্কে জর্জরিত হয় অস্কার অনুষ্ঠান। অভিযোগ ওঠে অস্কারে বেশি প্রাধান্য পান শেতাঙ্গরা। শুরু হয় #OscarsSoWhite ক্যাম্পেন। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ২০২০ সালের মধ্যে দ্বিগুণ করা হবে মহিলা এবং বিশ্বের বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের উপস্থিতি। ২০২০ সালে অস্কারের কর্মকান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ৪৫ শতাংশ মহিলা, ৩৬ শতাংশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, ৪৯ শতাংশ আন্তর্জাতিক তারকা মোট ৬৮টি দেশ থেকে, ৭৫ জন অস্কার মনোনীত এবং পাঁচ জন সায়েন্টিফিক ও টেকনিকাল পুরস্কার বিজয়ী।

আকাডেমির সভাপতি ডেভিড রুবিন জানিয়েছেন, ‘মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে বিশিষ্টজনদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সব সময়ে গ্লোবাল ফিল্ম সম্প্রদায়ের অনন্য প্রতিভাদের আপন করে নেওয়াতেই বিশ্বাসী।’ আকাডেমির সিইও ডন হাডসন জানিয়েছেন, ‘২০১৬ সালে যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম তার দিকে পদক্ষেপ করতে পেরেছি ভেবে গর্বিত। তবে সামনে আরও লম্বা পথ চলা বাকি রয়েছে। আমরা এই লক্ষ্যে অবিচল থাকব।’

আরও পড়ুন: মৃত্যুর আগেই উইকিপিডিয়া লিখল ‘প্রয়াত’! কিভাবে সম্ভব, প্রশ্ন সুশান্ত ভক্তদের

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest