Hrithik roshan, saba azad and sussanne khan, arslan goni on a double date

পার্টনারদের নিয়ে একইসঙ্গে পার্টি হৃতিক ও সুজান! চোখ কপালে নেটদুনিয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রচলিত ধ্যানধারণাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন হৃতিক রোশন ও সুজান খান। বিবাহ বিচ্ছেদের পরও একে-অপরের সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছেন। দুঃসময়ে পাশে থেকেছেন। বি-টাউনে গুঞ্জন, দুই তারকাই আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সুজানকে যেখানে ইতি-উতি ‘বিশেষ বন্ধু’ আরসালান গনির সঙ্গে দেখা যাচ্ছে, সেখানে হৃতিকের পরিবারে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ‘প্রেমিকা’ সাবা আজাদ।

মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হৃতিক ও সাবার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সাবা ও হৃতিক হাতে হাত ধরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। অন্যদিকে, ভাইরাল হয়েছে সুজান ও আরসালানের একইরকম এক ভিডিও। যেখানে আর্সলানের হাত ধরে রয়েছেন সুজান। খবর অনুযায়ী, হৃতিক, সুজান, সাবা ও আর্সলান এই চারজন একসঙ্গে পার্টি করেছেন গোয়াতে। সেই পার্টিতে উপস্থিত ছিলেন পূজা বেদীও।

আরও পড়ুন: Malaika Arora: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মালাইকার গাড়ি, কেমন আছেন তিনি?

কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন হৃতিকের প্রিয় বন্ধু ফারহান আখতার (Farhan Akhtar)। শোনা যাচ্ছে, সেই পথেই নাকি হাঁটতে চলেছেন হৃতিক। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবিও। তখন থেকেই হৃতিক ও সাবার প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে।

অন্যদিকে, বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আরসালান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী, সুজান ও আর্সলানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। তবে এই গোয়ার পার্টি নিয়ে মুখ খুলতে চাননি সুজান বা হৃতিক কেউই।

আরও পড়ুন: স্টেজে দেহ ‘দাঁড়’ করিয়ে রেখে দেদার নাচ-গান! ‘এ কেমন অন্ত্যেষ্টি?’ প্রশ্ন নেটপাড়ায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest