ICC ODI World Cup 2023: Kangana Ranaut praises Virat Kohli after his 50th ODI century: ‘Great man’

ICC ODI World Cup 2023: কোহলিতে মজে কঙ্গনা, কী লিখলেন বলিউডের ‘কুইন’?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক আদায়কাঁচকলা। এ ছাড়াও কর্মজীবনও যে খুব ভাল চলছে তেমনটা নয়, একের পর এক ব্যর্থতা দেখছেন কঙ্গনা রানাউত। তবে এ সবের মাঝে কঙ্গনার মুখে শুধু এক জনের নাম— তিনি বিরাট কোহলি। এ বার অনুষ্কা শর্মার স্বামীর জন্য মনের ঝাঁপি উজাড় করে দিলেন অভিনেত্রী। বিরাটকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন বলিউডের ‘কুইন’?

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১১৭ রানের ঝোড়ো ইনিংসে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক। অর্ধশত সেঞ্চুরি করার পরই গ্যালারিতে বসা থাকা ক্রিকেট ঈশ্বরকে সম্মান জানিয়ে মাথা নত করেছেন। শচীনও বুকে টেনে নিয়েছেন তাঁকে। বিরাট কোহলির মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়। আমজনতা থেকে গ্ল্যামারদুনিয়ার ব্যক্তিত্বদের মুখে মুখে যখন কোহলির নাম ঘুরছে, তখন বিরাটকে ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন কঙ্গনা।

তিনি বিরাটকে নিয়ে লেখেন, ‘‘দুর্দান্ত, বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন, তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গার পুজো করা উচিত। ওঁর কৃতিত্ব এতই বড় যে, উনি এই সম্মানের যোগ্য।’’

কঙ্গনার মুখের বিরাট কোহলির এমন প্রশংসা শুনে নেটপাড়ায় শোরগোল! আর অনুষ্কা শর্মা? বিরাটপত্নী হিসেবে তিনি আগেভাগেই বলে দিয়েছেন যে, “ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ ঈশ্বরের আশীর্বাদে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এবং মন শক্ত করে তোমার এই উত্থানের অংশীদার হতে পেরেছি। নিজের সততার জোরেই তুমি সবটা অর্জন করেছো এবং করবেও। নিজের এবং খেলাধুলার প্রতি সর্বদা সৎ থাকার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest