Filmfare Awards 2021: সেরা অভিনেতা ইরফান, সেরা ছবি ‘থাপ্পড়’,দেখুন তালিকা…

তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ একাধিক বিভাগ মিলিয়ে ৭টি পুরস্কার জিতেছে। পাশাপাশি অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো-সিতাবো জিতেছে ৬টি পুরস্কার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবার রাতে ঘোষিত হল ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম। বলিউডের অন্যতম ঐতিহ্যশালী পুরস্কারের আসরে বড় জয় তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’-এর। সেরা ছবি,সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিং-এর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অনুভব সিনহার এই ছবি। অন্যদিকে আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গত বছর ২৯শে এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াই থামিয়ে না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী ইরফান। এদিন শুরু সেরা অভিনেতা নয়, জীবন কৃতী সম্মান বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ইরফান খানকে। ইরফান পুত্র বাবিল খান এই সম্মান গ্রহণ করেন।

তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ একাধিক বিভাগ মিলিয়ে ৭টি পুরস্কার জিতেছে। পাশাপাশি অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো-সিতাবো জিতেছে ৬টি পুরস্কার। ২০২০ সালের সেরা ছবির বিচারে এই সম্মান প্রদান। সেই বছর যেহেতু বেশিরভাগ সময় ঘরবন্দি হয়ে কেটেছে। আর সময় কাটানোর অন্যতম উপাদান ছিল ওটিটি মাধ্যম। তাই ওটিটি মাধ্যমে মুক্তি পাওয়া কয়েকটি ছবিকেও সেরার পুরস্কারে ভূষিত করা হয়েছে। এক ঝলকে দেখে নিন সেই তালিকা—

সেরা ছবি: থাপ্পড়

সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দা আনসাং ওয়ারিওর)

সেরা ছবি (ক্রিটিক্স): প্রতীক ভাটস (ইব আল্লে উহ!)

সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম)

সেরা অভিনেতা (ক্রিটিক্স): অমিতাভ বচ্চন (গুলাবো-সিতাবো)

সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়)

আরও পড়ুন: করোনার কবলে বলিউড তারকা আমির খান, ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুটে পড়ল বিরতি

সেরা অভিনেত্রী(ক্রিটিক্স): তিলোত্তমা সোম (স্যার)

সেরা সহ-অভিনেতা: সইফ আলি খান (তানহাজি: দা আনসাং ওয়ারিওর))

সেরা সহ-অভিনেত্রী: ফারুখ জাফর (গুলাবো-সিতাবো)

সেরা গল্প: অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু (থাপ্পড়)

সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যার)

সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো-সিতাবো)

সেরা নবাগত পরিচালকt রাজেশ কৃষাণ (লুটকেস)

সেরা নবাগতা অভিনেত্রী: আলায়া এফ (জওয়ানি-জানেমান)

সেরা সঙ্গীত: প্রীতম (লুডো)

সেরা গীত: গুলজার (ছপক)

সেরা গায়ক: রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ -থাপ্পড়)

সেরা গায়িকা: আশিস কউর (মালাং)

লাইফটাইম অ্যাচিভমেন্ট: ইরফান খান

আরও পড়ুন: হোলির রঙই এই ছবিগুলোর পরিচয়, রইল সেরা দশ হিন্দি গানের খোঁজ…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest