‘প্রকৃত বন্ধুকে হারালাম’, মর্মাহত ইজরায়েল, শোকবার্তা ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শুধু যে বলিউডের তারকা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর পরিচিত বা অনুরাগীরা বিমর্ষ তাই নয়। শোকের ছায়া পড়েছে বিদেশেও। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিক অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন।

শান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইজরায়েল (Israel) থেকে তাঁর জন্য একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। যেখানে ইজরায়েল সরকার সুশান্তকে ‘প্রকৃত বন্ধু ‘ হিসেবে উল্লেখ করেছে। ইজরায়েলের পক্ষে, বিদেশের মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন অভিনেতার স্মরণে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। তিনি ট্যুইট করে লিখেছেন, ‘আমি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন ইজরায়েল প্রকৃত বন্ধু। আপনাকে খুব মিস করব সবাই।’

আরও পড়ুন: সুশান্তের মৃত্যু রহস্যে নতুন মোড়? মাঝপথে বাতিল চুক্তিপত্র পুলিশের হাতে তুলে দিল যশ রাজ ফিল্মস

সুশান্ত সিং রাজপুত করণ জোহরের নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘ড্রাইভ’-এর একটি গানের শ্যুটিং করেছিলেন ইজরায়েলে। ‘মাখনা’ গানটির পুরোটাই শ্যুটিং হয়েছিল ইজরায়েলে। গিলাদ কোহেন তাঁর ট্যুইটে সেই গানের একটি লিংকও শেয়ার করেছেন। ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয় (আইএসইউ)। একটি বিবৃতি প্রকাশ করে তারা লিখেছে, ‘পরিচিত ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাটকীয় মৃত্যুতে আমরা স্তব্ধ। বিজ্ঞানচর্চায় ওঁর বিশেষ মনোযোগ ছিল। আইএসইউ-কে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন। ২০১৯ সালে আমাদের সেন্ট্রাল ক্যাম্পাসে আসার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। যদিও অন্য কাজে আটকে পড়ায় শেষ পর্যন্ত আসতে পারেননি।’

আরও পড়ুন: পুরুষ অভিনেতারা কী শুয়েই কাজ জোগাড় করেন? নাম না করে শ্রীলেখাকে বিঁধলেন স্বস্তিকা

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest