Jacqueline Fernandez gets interim bail in the extortion case of 200 crores, Enters Patiala Court Wearing Lawyer’s Robe

Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা, উকিলের বেশে আদালতে গিয়ে জামিন জ্যাকলিনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় অন্তর্বতী জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ ( Jacqueline Fernandez)। দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট থেকে সোমবার জামিন পান বলিউড অভিনেত্রী। নগদ ৫০ হাজার টাকার প্রেক্ষিতে সোমবার পাতিয়ালা হাইকোর্ট থেকে অন্তর্বতী জামিন পান বলিউড অভিনেত্রী।

শোনা গিয়েছে, সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে উকিলের ছদ্মবেশে আদালতে হাজিরা দেন বলিউড সুন্দরী। এজলাসে ঢুকে অন্তর্বতী জামিনের আবেদন জানান তিনি। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জ্যাকলিনের এই অন্তর্বতী জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।

গত বছরই অফ ক্যামেরায় শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ চন্দ্রশেখর। জ্যাকলিনের সঙ্গে সুকেশের এই অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: Emraan Hashmi: উপত্যকায় শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি, ভুয়ো খবর নাকি সত্যি?

প্রথমে শোনা গিয়েছিল, জ্যাকলিনের বিরুদ্ধে ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পরে আবার শোনা যায়, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিনেত্রীকে সমন পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। দিল্লি পুলিশের কাছেও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল।

কিন্তু এর আগে শুটিংয়ের ডেট থাকায় সেই হাজিরা পিছিয়ে দেওয়ার আরজি জানিয়েছিলেন জ্যাকলিন। অভিনেত্রীর বিরুদ্ধে আবার চার্জশিট দাখিল করে ইডি। সেই চার্জশিটের ভিত্তিতেই সোমবার আদালতে জ্যাকলিনের হাজির হওয়ার কথা ছিল। যথাসময়ে আদালতে হাজির হয়ে যান অভিনেত্রী। সেই সঙ্গে পেয়ে যান অন্তর্বতী জামিন।

আরও পড়ুন: Brahmastra: আগামী ৪ দিন মাত্র ১০০ টাকায় মাল্টিপ্লেক্সে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’, কিভাবে জানুন?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest