প্রথম ভারতীয় হিসেবে রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত জাভেদ আখতার, বাঁধভাঙা টুইট উচ্ছ্বাস সেলেবদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার।ধার্মিক চেতনা, সমালোচনা, মতাদর্শ, সুবিবেচনা, মানবতাবাদী মূল্যবোধ সহ বিভিন্ন কারণে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার পাওয়ার খবরে জাভেদ আখতার বলেন, ” ভীষণই সম্মানিত বোধ করছি। আমি রিচার্ড ডকিন্সের একজন ভক্ত, যবে থেকে ওনার লেখা দ্যা সেলফিস জিন বইটি পড়েছি।”

জাভেদ আখতারের এই প্রাপ্তির কথা টুইটারে জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি লিখেছেন, ”চমৎকার একটা খবর, অভিনন্দন জাভেদ আখতার।”

আখতার আরও বলেছেন, রিচার্ড ডকিন্সের থেকে তিনি ই-মেল পান। সেখানে জানানো হয় রিচার্ড ডকিন্স ফাউন্ডেশনের তরফে তাঁকে এ বছর পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। প্রতি বছর, এই পুরষ্কার বিজ্ঞান, স্কলারশিপ, শিক্ষা বা বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়। যিনি প্রকাশ্যে ধর্মনিরপেক্ষতা এবং যৌক্তিকতার মূল্যবোধকে সমর্থন করেন, পাশাপাশি বৈজ্ঞানিক সত্যকেও স্বীকার করেন, তেমন ব্যক্তিদের মধ্যে থেকেই পুরস্কার প্রাপকের নাম বেছে নেয় রিচার্ড ডকিন্স ফাউন্ডেশন। এ বছর তারা জাভেদ আখতারকে বেছে নিয়েছে। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রিকি গ্রেভিস।

আরও পড়ুন : HBD Shilpa Shetty: শুধু নাচ কিংবা অভিনয়ে নয়, টিকটক মাতাতেও পারদর্শী শিল্পা, দেখুন সেরা ৫ ভিডিও…

গীতিকার, সুরকার, লেখক তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, ঊর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জা সহ আরও অনেকেই।

আরও পড়ুন : ৬৩-তে ‘ববি’- ১৬ বছরে বিয়ে, সানি দেওলের সঙ্গে প্রেম, ডিম্পলের জন্মদিনে জানুন অজানা কথা

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest