এক গানে ২১১ শিল্পী! ‘জয়তু ভারতম’ গানে বিপর্যয় কাটিয়ে ওঠার আশা, শুনুন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: করোনাভাইরাসের কারণে দেশে চলছে লকডাউন। এই নিয়ে চতুর্থ বার বাড়ানো হল লকডাউনের সময়সীমা। এই সময়ে আশার বাণী শোনাতে গান নিয়ে আসছেন সংগীতশিল্পী অনুপ জালোটা। তার সঙ্গে থাকছেন আরো ২১০ জন শিল্পী।

এ প্রসঙ্গে ‘ভজন সম্রাট’খ্যাত অনুপ জালোটা বলেন, “টেলিফোন, ভিডিও কনফারেন্সে বেশ কিছু আলোচনা করার পর এই গানের আইডিয়া এসেছে। গানের শিরোনাম ‘জয়তু জয়তু ভারতম’। এটি কম্পোজ করেছেন শংকর মহাদেবা। আর গানের কথা লিখেছেন প্রসূন জোশি।”

তিনি আরো বলেন, ‘মজার বিষয় হচ্ছে এই গানে মোট ২১১ জন সংগীতশিল্পী রয়েছেন। সেই তালিকায় রয়েছেন অলকা ইয়াগনিক, অনুপ জালোটা, হরিহরন, সনু নিগম, কৈলাশ খের, কবিতা কৃষ্ণামূর্তি, কুমার শানুর মতো দেশের আরও অনেক বিখ্যাত সঙ্গীতশিল্পীরা ৷ আশা ভোঁসলেও আমাদের সঙ্গে গেয়েছেন। এই বয়সেও তার অসাধারণ কণ্ঠ সত্যিই আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা বাড়ি থেকেই আমাদের গানের অংশ গেয়েছি। আমাদের সকলের এখন প্রত্যাশা, গভীর অন্ধকারের পর ভোর হবে। জয়তু জয়তু ভারতম গানটি আমাদের সেই আশা জাগাবে।’

আরও পড়ুন: লকডাউনে আলিয়া ভাটের চুল কেটে দিলেন রণবীর কাপুর? পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

অনুপ জালোটা বলেন, ‘এই গানটি ইন্ডিয়ান সিঙ্গারস রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরি হচ্ছে। সংগীতশিল্পীদের জন্য কিছু করা হচ্ছে না। এই মুহূর্তে আমাদের সহকর্মী শিল্পীদের পাশে দাঁড়ানো প্রয়োজন, বিশেষ করে যারা এখন কর্মহীন হয়ে পড়েছেন।’

জয়তু জয়তু ভারতম গানটি গাওয়া হয়েছে ১৬টি ভাষায় ৷ যেগুলি হল সংস্কৃত, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, গুজরাতি, মারাঠি, বাংলা, পঞ্জাবি, অহমিয়া, রাজস্থানি, ভোজপুরি, সিন্ধি, ওড়িয়া এবং খাসি ভাষা ৷

আরও পড়ুন: Lockdown 4.0: উজ্জ্বল হল আইপিএল- এর আশা! খুলছে সমস্ত স্টেডিয়াম

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest