Site icon The News Nest

বিগ বি’র থেকে পাওয়া চিঠি সোশ্যালে শেয়ার করলেন জিৎ, দেখুন কী আছে লেখা…

JEET

তিনি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বড় ভক্ত। আর একথা অনেকবার  প্রকাশ্যে স্বীকারও করেছেন অভিনেতা জিৎ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শাহেনশা-র কাছ থেকে পাওয়া একটি পুরনো চিঠিও শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা।

অমিতাভের ভক্ত জিত বোল বচ্চন নামের ছবিতে অভিনয় করেছেন৷ ‘বোল বচ্চন’ নামের ছবিতে কাজ করার কারণই ছিল বচ্চন সাহবের ভক্ত হিসেবে গুরুর প্রতি তাঁর শ্রদ্ধা জানানো৷ অমিতাভ নিজেও জানেন সে কথা৷ জিতের ৫০তম ছবি ‘শেষ থেকে শুরু’-র জন্য বিগ বি নিজে পাঠিয়েছিলেন শুভেচ্ছাও৷ তাই তো বলা যায় যে, জিতের সঙ্গে অমিতাভের সম্পর্ক যেন ঠিক গুরু-শিষ্যের মতো৷ জিতের বেশ কিছু ছবিও তিনি দেখেছেন বলে জানিয়েছেন স্বয়ং অমিতাভ৷ তবে তাঁদের এই সম্পর্ক শুরু বহু বছর আগে থেকে৷ যখন জিতকে চিঠি পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন! সেই পুরনো চিঠি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন জিৎ৷

আরও পড়ুন: শরীরে নামমাত্র পোশাক, সমুদ্র তটে উষ্ণতা ছড়াচ্ছেন দুই বলি তারকা

বছরটা ১৯৯৬৷ তখন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলছে জিতের লড়াই৷ কলকাতা থেকে মুম্বই অভিনয়ের টানে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ সেই সময় তাঁর কাছে চিঠি আসে এবিসিএলের পক্ষ থেকে৷ সেই সময় অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড একটি প্রতিযোগিতা শুরু করেছিল৷ নাম ছিল স্টারট্র্যাক৷ নতুন অভিনেতাদের কাজের সুযোগ করে দেওয়াই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দ্যেশ্য৷ সেখানে অংশগ্রহণ করেন জিৎ৷ নিজের নাম নথিভুক্ত করেন তিনি৷ এবং ডাকও পেয়ে যান৷

প্রতিযোগিতার প্রথম দফা পরীক্ষার জন্য তাঁর কাছে আসে চিঠি৷ যাতে জানানো হয় যে, ইন্টারভিউ এবং অডিশন হবে তাঁর৷ নিজের প্রতিভা মেলে ধরতে তাঁর সামনে থাকবে কিছুটা সময়৷ তাতেই বুঝিয়ে দিতে হবে নিজের গুরুত্ব৷ সেখানে নির্বাচিত হলে তিনি স্টারট্র্যাক স্কুলে যেতে পারবেন৷ সেখানে থেকে টিভি, ম্যাগাজিন, সংবাদপত্রে কাজের সুযোগ পাবেন৷ সেই ইন্টারভিউয়ের তারিখ ছিল ৮ জানুয়ারি, ১৯৯৬৷ এবং ইন্টারভিউয়ের স্থান ছিল কলকাতার তাজ বেঙ্গল হোটেল৷

পুরনো সেই চিঠির দেখা মিলল জিতের ইনস্টাগ্রামের পেজে৷এভাবেই প্রিয় অভিনেতার তরফে আসা চিঠি নিয়ে পুরনোদিনের স্মৃতিতে ভেসেছেন অভিনেতা জিৎ।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ফাঁস অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের কার্ড, আপনি দেখেছেন কি?

 

 

Exit mobile version