Kache Koi Moner Kotha: manali dey starrer tv serial karkachhe koi moner katha brutally trolled netizen

Kache Koi Moner Kotha: ফুলশয্যায় স্ত্রীর বদলে মা? তুমুল কটাক্ষের মুখে মানালির নয়া সিরিয়াল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জি বাংলায় সদ্য শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক শুরু হয়েছে জুলাই মাস থেকেই। প্রোমো অনুসারে, পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বই হবে এই ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শুরু হতে হতেই তা যেভাবে শাশুড়ি আর বউমার লড়াইয়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে বেশ বিরক্তই দর্শকদের একাংশ। আর এবার তো দেখানো হয়ে গেল মা-ছেলের ফুলশয্যার একটা দৃশ্যও।

ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, শিমূলের বর পরাগ ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মা-ই তাঁর সব। একদিকে সদ্য বিবাহিতা শিমূল শ্বশুরবাড়িতে আসার পর থেকেই তাঁর শাশুড়ি তাঁকে সহ্য করতে পারছেন না। তাঁকে পদে পদে অপমান করছে। পরাগের ভাইও কথায় কথায় অপমান করে শিমূলকে। অন্যদিকে পরাগের কড়া নির্দেশ, শিমূল তাঁর মায়ের মুখের উপর কোনও কথা বলতে পারবে না। এর মাঝেই ফুলশয্যার রাতের একটি দৃশ্য ঘিরে তৈরি হয় শোরগোল।

আরও পড়ুন: Leopard Attack: শোয়েব ইব্রাহিমের শুটিংয়ে চিতাবাঘের হানা,কেমন আছেন অভিনেতা?

দেখা গিয়েছে শিমূল এবং পরাগের প্রথম রাতে মা কড়া নেড়েছে ছেলের ঘরে। আচমকাই অসুস্থ বোধ করা শুরু করেন তিনি। ফলে ছেলেই তাঁর ভরসা। সিরিয়ালে দেখা যায় সেই রাতে ছেলের সঙ্গেই ঘুমোচ্ছে মা। আর নতুন বৌ ঘরের সোফায় শুয়ে রয়েছে। এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় সমাজমাধ্যমের পাতায়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। ২০২৩ সালে দাঁড়িয়েও সিরিয়ালের গল্পের এমন প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছে দর্শকের একাংশ।

এই সিরিয়ালে শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী। শিমূলের চরিত্রে দর্শক দেখছেন মানালি দে এবং পরাগের চরিত্রে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ফুলসজ্জার খাটে ছেলের সঙ্গে মা এবং সোফায় বৌকে দেখে কেউ লিখেছেন, “এই নোংরামি বন্ধ হওয়া দরকার।”

আরও পড়ুন: Srabanti Chatterjee: ‘প্রথমে বর বদল, তারপর দল বদল’, মহানায়ক সম্মান নিয়ে ট্রোল শ্রাবন্তীকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest