Kajol attends Durga puja, snatch attention with yellow saree

Kajol: হলুদ শাড়ির আটপৌঢ়ে সাজ, পুজোয় ব্যস্ত কাজল! রইল ভিডিয়ো

শহরজুড়ে এখন উৎসবের আমেজ। তিলোত্তমা যেমন আলোর রোশনাইতে সেজে উঠেছে তেমনই আরবসাগরের পাড়েও এখন পুজোর আমেজ। মুম্বইয়ের বাঙালি সেলিব্রিটিদের বাড়ির পুজোয় মেতে ওঠে গোটা ইন্ডাস্ট্রি। আর সেই পুজো তালিকার অন্যতম মুখোপাধ্যায় বাড়ির পুজো। অর্থাৎ কাজল-রানি মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। প্রত্যেকবারই পুজোর কটা দিন সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠেন কাজল। শাড়ি আর সোনার গয়নায় বাঙালিয়ানা সাজে সকলের নজর কাড়েন। চলতি বছরেও হলুদ শাড়ি-খোঁপা বেঁধে আটপৌঢ়ে সাজে সেলেব পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন বঙ্গ তনয়া কাজল। পুজোর বাকি দিনগুলোতে কখনও তাঁকে দেখা যাবে ভোগ বিতরণ করতে তো কখনও আবার গল্প আড্ডায় মেতে উঠতে।

হিন্দি ছবির জগতে অন্যতন সফল অভিনেত্রী। কিন্তু ব্যক্তিগত জীবনে আর পাঁচ জনের মতোই তিনি। তারকা হওয়ার দরুণ প্রচারের আলো যেমন উপভোগ করেন, তেমনই পরিবারের সঙ্গে থাকলে ভুলে যান সবকিছু। মুম্বইয়ে মুখোপাধ্যায়দের দুর্গাপুজোয় আবারও সেই রূপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। (Kajol Attends Durga Puja)

নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ানগরীর বুকে একটুকরো বাঙালি পাড়া গড়ে উঠেছে। এর নেপথ্যে মুখোপাধ্যায়দের ভূমিকা অনস্বীকার্য। যে কারণে ওই পুজোকে মুখোপাধ্যায়দের পুজোও বলেন অনেকে। সেই অর্থে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো কাজলের বাড়ির পুজো। প্রতি বছরই সেখানে নিয়ম করে হাজিরা দেন কাজল। পুজোপাঠ, অঞ্জলি দেওয়ার পাশাপাশি খাবার পরিবেশনেও অংশ নেন। (Durga Puja 2023)

শুক্রবার, ষষ্ঠীর সন্ধেয় পুজোমণ্ডপে পৌঁছে যান কাজল। হলুদের উপর কাজ করা শাড়ি, টিপ, ঝোলা দুল এবং টানটান করে খোঁপা বেঁধে পুজোয় হাজির হন তিনি। বোন শর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে বসে পড়েন। পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুরোহিতকে। তার পর টুকরো আলাপচারিতা সেরে নেন পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে।