Kajol: India ruled by 'uneducated' leaders, says Kajol, Uddhav Sena responds ‘Don’t Yale…’

Kajol: ‘রাজনীতিবিদরা বেশিরভাগ অশিক্ষিত, দেশের উন্নয়নে বাধা’…বিস্ফোরক কাজল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বলিউডে ঠোঁট কাটা হিসেবেই পরিচিত ছিলেন অভিনেত্রী কাজল। সম্প্রতি দেশের রাজনৈতিক নেতানেত্রীদের নিয়ে মন্তব্য করার জেরে দীর্ঘ সমালোচনারও মুখে পড়েছিলেন, অবশেষে নিজের মন্তব্যের সাফাই দিতে হল কাজলকে।

কেরিয়ারে এখন ছক্কা হাঁকাতে ব্যস্ত অভিনেত্রী। একের পর এক ওয়েব সিরিজ, তাঁর সঙ্গে অনবদ্য পারফরমেন্স। কিন্তু, নারী ক্ষমতায়নের কথা বলতে গিয়েই তিনি দেশের রাজনীতিকদের নিয়ে এমন কিছু বলে বসবেন, আশাও করেননি ভক্তরা। ভারতের মত দেশে উন্নয়ন এবং পরিবর্তন খুবই ধীরগতির, কিন্তু কেন? কাজল এর কারণ ব্যাখ্যা করতে গিয়েই আঙ্গুল তুললেন সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজনীতির ওপর। বললেন, “বিশেষ করে ভারতের মত দেশে খুব ধীরগতিতে উন্নয়ন হয় তাঁর কারণ, আমরা খুব ঐতিহ্যর সঙ্গে জড়িত। সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তিত হয় না আমাদের মধ্যে এবং সঙ্গে শিক্ষা অবশ্যই। আমাদের চারপাশে, এমন কিছু নেতা মন্ত্রী দেশ চালান যাদের প্রাথমিক শিক্ষা টুকু নেই। তাহলে দেশের প্রয়োজনীয়তা কী করে বুঝতে পারবে তারা? আমার কিছু করার নেই কিন্তু এটা বলতে আমি বাধ্য হলাম।”

আরও পড়ুন: Shah Rukh Khan: নাক ফেটে তুমুল রক্তপাত! আমেরিকায় শুটিং সেটে আহত শাহরুখ, ভর্তি হাসপাতালে

স্বাভাবিকভাবে কাজলের এমন মন্তব্যে অসন্তুষ্ট গেরুয়া শিবির। রে রে করে ওঠেন অভিনেত্রীর ওপর।চাপে পরে টুইটারে কাজল লেখেন- ‘আমি শিক্ষা নিয়ে একটি অবস্থান রেখেছিলাম মাত্র, সেটা জরুরি। আমার উদ্দেশ্য ছিল না কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করবার, আমাদের অনেক নেতা রয়েছেন যাঁরা সঠিক পথে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে’।

তবে এবার কাজলের মন্তব্যকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরকে পালটা কটাক্ষ করলেন শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী।

আরও পড়ুন: Bigg Boss Ott 2: হাতে সিগারেট নিয়ে সঞ্চালনা, ‘বিগ বস্’ ঘিরে জোরালো বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest