KakaBabur Pratyaborton: Big B fascinated by the trailer! He wished good luck in Bengali

KakaBabur Pratyaborton: ট্রেলার দেখে মুগ্ধ বিগ বি! শুভ কামনা জানালেন বাংলায়

বাঙলার পাশাপাশি একই দিনে হিন্দিতেও রিলিজ করতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সৃজিত মুখার্জি পরিচালিত সুনীল গাঙ্গুলির লেখা কাকাবাবু সিরিজের এই সিনেমাটি রিলিজ ৪ ফেব্রুয়ারি ।

কাকাবাবুর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিত চ্যাটার্জি (Prosenjit Chatterjee)। প্রসেনজিতকে তাঁর নতুন সিনেমা নিয়ে অভিনন্দন জানালেন বিগ বি। প্রসেনজিতকে বুম্বা-কে নামে ডেকে তাঁকে বাংলায় লিখে শুভ কামনা জানালেন অমিতাভ। টুইটে বিগ-বি লিখেছেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘বুম্বা’ সকল শুভকামনা। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওঁর নতুন ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ আসছে। সরস্বতী পুজোয় ৪ ফেব্রুয়ারি এই ছবি মুক্তি পাবে।’ সঙ্গে শেয়ার করলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ট্রেলার।

আরও পড়ুন: ৫ বছর পর নির্দোষ! চুম্বন কাণ্ডে অশ্লীলতার দায় থেকে মুক্ত শিল্পা শেট্টি

স্বভাবতই অমিতাভ বচ্চনের তরফে এহেন টুইট ও শুভেচ্ছা পেয়ে আপ্লুত বুম্বাদা। প্রায় সঙ্গে সঙ্গেই ‘বিগ বি’র টুইটের জবাব দিয়েছেন তিনি। ‘অনেক ধন্যবাদ স্যার। আপনার থেকে আশীর্বাদ পাওয়াটাই বিরাট ব্যাপার আমার কাছে।’

আফ্রিকার গহীন জঙ্গলে এই ছবির শ্যুটিং হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পের অবলম্বনে গড়ে উঠেছে এই ছবির কাহিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এটি কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবি।

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিকের পাশাপাশি দেখা মিলবে ‘একেনবাবু’-খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তীরও। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গানের কথা লিখেছেন কবি শ্রীজাত। টিজার প্রকাশ পেয়েছিল ২০২০ সালে অর্থাৎ গত বছর। করোনা আবহে এতদিন আটকে ছিল ছবিমুক্তি। টিজার প্রকাশের পাক্কা এক বছর পর আজ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: South Africa vs India : প্রথমবার প্রকাশ্যে বিরাট-অনুষ্কার মেয়ের ছবি, হইচই নেট দুনিয়ায়