Kangana Ranaut announces her Twitter return: ‘Nice to be back here’

Kangana Ranaut: টুইটারে ফিরলেন ‘নিষিদ্ধ’ কঙ্গনা, এসেই সারলেন ‘জরুরী’ ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে ট্যুইটারে ফিরলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কঙ্গনা নিজেই ট্যুইট করে জানান যে তিনি ফিরে এসেছেন। কঙ্গনা ফেরার সঙ্গে সঙ্গে তাঁর পুরনো ট্যুইটগুলিও অনেকাংশে প্রকাশ্যে আসতে শুরু করে।

২০২১ সালে টুইটার থেকে বিতাড়িত হন কঙ্গনা রানাউত। টুইটারের সিইও পদে তখন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। সাম্প্রদায়িক মন্তব্যে হিংসা ছড়ানোর অভিযোগে টুইটার থেকে নির্বাসিত করা হয় অভিনেত্রীকে। এবার বছর দুয়েক বাদে যেন ‘শাপমোচন’! টুইটারে ফিরতেই স্বমহিমায় কঙ্গনা। আর ফিরেই জরুরী ঘোষণা করে ফেললেন। ধাকড় বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকেই ‘এমার্জেন্সি’ সিনেমা তৈরির মন দিয়েছেন প্রযোজক তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। যিনি কিনা এই সিনেমার পরিচালনাও করছেন। ছবিতে কঙ্গনাকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।

মঙ্গলবার কঙ্গনা টুইটারে ঘোষণা করলেন সিনেমা মুক্তির দিনক্ষণ। ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরেরই ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে  ‘এমার্জেন্সি’।

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: সম্পত্তি নিয়ে অশান্তি, বৌমার নামেই FIR করলেন নওয়াজের মা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest