কঙ্গনাকে নোটিশ বিএমসির, অবিলম্বে অফিসে কাজ বন্ধের নির্দেশ, ‘দেশদ্রোহ’ মামলা শিবসেনার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবারই বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত । পুরসভার পক্ষ থেকে তাঁর অফিস স্পেসকে অবৈধ নির্মাণের আওতায় এনে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে টুইটারে দাবি করেন অভিনেত্রী । কোনওরকম নোটিশ ছাড়াই এদিন কঙ্গনার অফিসে হাজির হয়েছিলেন পুরসভার একদল কর্মী, সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর চব্বিশ ঘন্টার মধ্যেই কঙ্গনাকে নোটিশ ধরাল বিএমসি।

অন্যদিকে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা দায়ের করল শিবসেনা। থানের শ্রীনগরে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয় শিবসেনার আইটি সেলের তরফে। মুম্বইয়ের সঙ্গে কঙ্গনা কীভাবে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ তুলনা করতে পারেন বলে প্রশ্ন তোলা হয়। মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে মন্তব্য করেছেন, তার জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয় শিবসেনার তরফে।

আরও পড়ুন : IPL 2020: মুক্তি পেল থিম সং, নয়া হেয়ারস্টাইলে প্রোমো ভিডিয়ো মাতালেন প্রিয়াঙ্কা

মনিকর্ণিকা ফিল্মের অফিসে ‘কাজ বন্ধের’ নির্দেশ দেওয়া হল। মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশন অনুসারে এদিন তিন পাতার নোটিশ আটকানো হল কঙ্গনার অফিসের গেটে। এই নোটিশে ৮-১০ পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যেখানে এই নির্মাণ কাজে বেশ কিছু কাঠামোগত নিয়ম লঙ্ঘনের কথা বলা হয়েছে।

আগামী চব্বিশ ঘন্টায় এই নোটিশের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। না হলে নির্দিষ্ট সময় পর বেআইনি নির্মান ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিনেতার স্টাফেরা এই নোটিশ গ্রহণ করতে অস্বীকার করে,প্রায় ঘন্টা দরজায় দাঁড়িয়ে থেকে সেখানেই নোটিশ আটকে রওনা দেয় বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা

কঙ্গনার এরপর টুইট করেন, ‘আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় বৃহন্মুম্বই পুরসভাকে তুলোধনা করার জন্য আজ ওঁরা বুলডোজার নিয়ে আসেনি, তার বদলে আজ কাজ বন্ধের নোটিশ দিতে এসেছিল। বন্ধুরা আমি আমার সবকিছু নিয়ে ঝুঁকি নিচ্ছি, তবুও আমি সকলে ধন্যবাদ জানাচ্ছি হাত জোড় করে যে সমর্থন এবং ভালোবাসা আপনাদের থেকে আমি পাচ্ছি তাঁর জন্য’।

https://twitter.com/KanganaTeam/status/1303205093257273346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1303205093257273346%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fbtvbharat.com%2Fkangana-ranaut-receives-a-notice-to-stop-leakage-from-bmc-asked-to-reply-in-24-hours%2F

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা দাবি করেন , ‘এটাই মনিকর্ণিকা ফিল্মের অফিস। দীর্ঘ ১৫ বছর অক্লান্ত পরিশ্রম করে আমি এই অফিস তৈরি করেছি । আমার স্বপ্ন ছিল যদি কোনওদিন ছবির পরিচালক হতে পারি, তখন যেন সম্পূর্ণ নিজস্ব অফিস থাকে। কিন্তু আমার স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে। কারণ আজ আচমকাই বি এম সি-র কয়েকজন আধিকারিক আমার অফিসে চড়াও হয়েছেন।’

আরও পড়ুন : করোনায় আক্রান্ত অভিষেকের স্ত্রী রুজিরা, সংক্রমিত বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়রও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest