‘তাণ্ডব’ নির্মাতাদের মাথা কাটার হুমকি! কঙ্গনার টুইটারে অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের শিরোনামে কঙ্গনা রানাউত। এ বার অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘তান্ডব’ বিতর্কে নির্মাতাদের মাথা কাটার হুমকি দেওয়ায় সাময়িক ভাবে নিয়ন্ত্রণ করা হল অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট, এ দিন এক টুইটে এমনটাই দাবি করেছেন বলিউডের ‘কুইন’। ঠিক কী হয়েছে?

গত বছর অগস্ট মাসে টুইটারে সরাসরি যোগদান করেন কঙ্গনা রানাওয়া। এরপর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য ধরা পড়েছে কঙ্গনার টুইটারের দেওয়ালে। এর জেরে দেশদ্রোহীতার অভিযোগ এনে মামলা পর্যন্ত দায়ের হয়েছে কঙ্গনার নামে, তবে ঠোঁট কাটা এই অভিনেত্রী থেমে যাননি।  তাঁর প্রায় প্রতি টুইটই সাম্প্রদায়িক বিষে ভরপুর। এবার ও তিনি তান্ডব’ নির্মাতাদের মাথা কাটার হুমকি দিয়েছেন। তাঁর টুইট দেখে বোঝা মুশকিল যে তিনি অভিনেত্রী, নাকি কোনো রাজনৈতিক দলের নির্লজ্জ প্রচারক।

১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তোলপাড় গোটা দেশ। ‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দু দেবদেবীকে অপমান’ করার অভিযোগে বিরাট অংশের দেশবাসী ওয়েব সিরিজটি বয়কটের দাবি তোলেন। তার জল গড়ায় বহু দূর। যোগী পুলিশ ইতিমধ্যে মুম্বই পৌঁছে গিয়েছে এই বিষয়ে তদন্ত করার জন্য।  আলি আব্বাস জাফর জানিয়েছেন বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেলা হবে সিরিজ থেকে। জাফর সমস্ত কলাকুশলীদের হয়ে ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক থামেনি।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত দু’দিন আগে একটি টুইট করেন।তিনি লেখেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালর ৯৯টা ভুল ক্ষমা করেছিল.. প্রথমে শান্তি পরে ক্রান্তি.. তাঁদের গর্দান নামিয়ে দেওয়ার সময়… জয় শ্রী কৃষ্ণ’। ক্ষুব্ধ নেটাগরিকরা টুইটার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে আর্জি জানান, যেন কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

আরও পড়ুন: পিছু ছাড়ছেনা কৃষ্ণসার হরিণ হত্যা মামলা,সলমন খানকে ফের হাজিরার নির্দেশ আদালতের

দাবি তোলা হয়, তিনি হিংসার উদ্রেক ঘটাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বুধবার সকাল থেকেই ট্রেন্ডিংয়ে #SuspendKanganaRanaut হ্যাশট্যাগ। এরপরই টুইটারের তরফে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় কঙ্গনার অ্যাকাউন্ট। রানাউত তার পর সেই টুইটটি সরিয়ে দেন তাঁর প্রোফাইল থেকে।

https://twitter.com/VijayPrakashJi/status/1351775078321516545?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1351775078321516545%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2FVijayPrakashJi2Fstatus2F1351775078321516545widget%3DTweet

এই মর্মে টুইটারে ফের বিস্ফোরক মন্তব্য করেন ‘কন্ট্রোভার্সি কুইন’। ‘দেশদ্রোহীরা তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওরা যদি এটায় সফল হয়, তবে আমি বলে দিচ্ছি, ভার্চুয়াল দুনিয়া থেকে সরে গেলেও বাস্তব জীবনে আসল কঙ্গনার সঙ্গে সাক্ষাৎ হবে সকলের। আমি ওই সব বাবাগুলোর মা!’ হ্যাশট্যাগে লেখা ‘বব্বর শেরনী’।

https://twitter.com/KanganaTeam/status/1351763172349382659?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1351763172349382659%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fkangana-ranaut-s-twitter-account-temporarily-restricted-after-controversial-tweet-on-tandav-team-31611141744583.html

 

আরও পড়ুন: পরম শ্রদ্ধার্ঘ্য! সৌমিত্রর জন্মদিনে মুক্তি পেল বায়োপিক ‘অভিযান’-এর টিজার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest