শিল্পভাবনা চুরি করার অভিযোগ, ফের বিতর্কে কঙ্গনার ফিল্ম !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে কঙ্গনা রানাউত ও রাজকুমার রাওয়ের ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। কিন্তু ছবির পোস্টার নাকি টোকা। এমনই দাবি করেছে হাঙ্গেরির এক ফোটোগ্রাফার। তাঁর নাম ফ্লোরা বরিস। ফেসবুকে তিনি তাঁর কাজ ও ছবির পোস্টার শেয়ার করেছেন।

ছবির পোস্টার শেয়ার করে ফ্লোরা ফেসবুকে লিখেছেন, “এটি বলিউডের বিখ্যাত ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার। তারা কোনও অনুমতি নেয়নি, আমাকে জিজ্ঞাসাও করেনি। কোনও ফ্রিল্যান্স আর্টিস্টের কাজ বড় কোম্পানিগুলির চুরি করা লজ্জাজনক।” শিল্পীর অভিযোগ, তাঁর অনুমতি না নিয়ে ছবির নির্মাতারা তাঁর তোলা ছবির মডেলের আদলে কঙ্গনার একটি ফোটোশুট করেছেন। দু’টি ছবির কোলাজ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। এখনও অবধি নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য পেশ করা হয়নি।

সোশ্যাল সাইটে এনিয়ে ঝড় উঠেছে। টুইটারে এক ব্যক্তি একতা কাপুর ও কঙ্গনা রানাউতকে লিখেছেন, “তাঁদের সাম্প্রতিক ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ভাল ব্যবসা করছে। কিন্তু কোনও ফোটোগ্রাফারের কাজ তাঁকে না বলে চুরি করা লজ্জাজনক।” অন্য একজন লিখেছেন, এর জন্যও হয়তো কঙ্গনা হৃতিককে টেনে আনবেন। ঘটনার পর অনেকে ফ্লোরাকে আইনি পদক্ষেপ নিতে বলেছেন।

ভারতীয় সিনেমার ইতিহাসে পোস্টার টোকার উদাহরণ কম নেই। এর আগে বহু বিদেশি ছবি থেকে ভারতীয় ছবির পোস্টার টোকা হয়েছে। কিন্তু কেউ সরাসরি এভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ অভিযোগ তুলেছে কিনা সন্দেহ। এই ছবির ছকভাঙা পোস্টার শুট নিয়ে আগেও আপত্তি উঠেছে। তখন অবশ্য ছবির নাম ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছিল। এবং ওই পোস্টারগুলিতে যে ভাবে কঙ্গনা-রাজকুমারকে দেখানো হয়েছিল, তাতে মানসিক রোগীদের অপমান করা হচ্ছে বলে আপত্তি জানিয়েছিল বিভিন্ন মনোরোগ চিকিৎসার সংগঠনগুলি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest