অভিনেতা সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য নিয়ে সোশ্যাল মিডিয়াই হোক বা প্রকাশ্যে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কার, একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের স্বজনপোষণচক্র , ইনসাইডার বনাম আউটসাইডার বিতর্ক নিয়ে নাম করে করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাটদের চাছাছোলা ভাষায় আক্রমণ করেছেন।
প্রথম থেকে কঙ্গনা দাবি করে আসছেন মূলত বলিউড মাফিয়াদের দাপটেই বহিরাগত সুশান্তের কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে এবং মুভি মাফিয়াদের চক্রান্তেই মিডিয়ায় একের পর এক ব্লাইন্ড আইটেম লিখে সুশান্তের ইমেজ নষ্ট করবার চেষ্টা করা হয়েছে। কঙ্গনা শুরু থেকেই বলেছেন আত্মহত্যা নয়, মুভি মাফিয়ারা চক্রান্ত করে ‘খুন’ করেছেন সুশান্তকে। সুশান্তের মৃত্যু নিয়ে কঙ্গনার এই অতি সক্রিয়তাকে খোঁচা দিলেন সুশান্তেরই পরিবার পক্ষের আইনজীবী বিকাশ সিং । পিঙ্কভিলা কে দেওয়া এক সাক্ষাৎকারে বিকাশ জানান ,’কঙ্গনা যা করছেন তা তাঁর ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতেই করছেন । ওঁনার অভিযোগ বা বক্তব্যের সাথে অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিপক্ষে দায়ের করা মামলার কোনো সম্পর্ক নেই ‘ ।
আরও পড়ুন: বেআইনি ভাবে পুলিশের অনুপস্থিতিতেই ভাঙা হয় সুশান্তের ঘরের দরজা, তদন্তে উঠে এল নয়া তথ্য
বিকাশ সিং আরো বলেন,”কঙ্গনা এখানে নিজের অ্যাজেন্ডা চালাচ্ছেন। কিছু লোকজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমস্যা রয়েছে, তিনি তাঁদেরকে আক্রমণ করার চেষ্টা করছেন। সুশান্তের পরিবার যে FIR করেছে, তার সঙ্গে কঙ্গনার দাবির কোনও সম্পর্কই নেই। সকলেই জানে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম রয়েছে। সুশান্তও এই সমস্যার শিকার হয়েছিলেন। তবে সেটা তদন্তের মূল বিষয় নয়। মূল বিষয় হল রিয়া এবং তাঁর গ্যাং সুশান্তকে শোষণ করে শেষ করে দিয়েছে।”
এই খবর প্রকাশ্যে আসার পরপরই সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং-এর একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। লেখেন, সুশান্তের পরিবারের আইনজীবী তাঁর স্ট্রাগলকে সবসময়ই সমর্থন করেছেন, অথচ, কিছু জায়গায় ভুল খবর ছড়ানো হচ্ছে। যদিও এই প্রথম নয়, এর আগে কঙ্গনার নেপোটিজম তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন খোদ সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। তিনি জানিয়েছিলেন, একতা কাপুর হোক বা আদিত্য চোপড়া – সকলেই সুশান্তকে পছন্দ করতেন। বলিউডে জায়গা পেতে তাঁদের সাহায্য করেছেন। সুশান্ত নিজেই সঞ্জয় লীলা বানশালির অফার ফিরিয়ে দিয়েছিল। ওকে বাদ দেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘খুন হয়েছেন কি সুশান্ত ?’ খতিয়ে দেখবে ফরেনসিক বিশেষজ্ঞরা, বান্দ্রার ফ্ল্যাটে তল্লাশি CBI-এর