সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য এখনও নেটিজেনের একাংশ করণ জোহরকেই দায়ী করছেন। প্রতিনিয়ত ট্রোলের সম্মুখীন হওয়ায় আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত অ্যাকাউন্ট থেকে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন তিনি। শুধুমাত্র তাঁর চেনা পরিচিতরাই কমেন্ট করতে পারছেন তাঁর পোস্টে। আনফলো করেছেন বহু তারকাকে। সুশান্তের মৃত্যুর পরপরই তুমুল ট্রোল হওয়ায় ছয়জন বাদে প্রায় সবাইকেই আনফলো করে দিয়েছিলেন করণ।
তবে এখন ধীরে ধীরে ছন্দে ফিরছেন করন জোহর। বাড়িয়েছেন ফলোয়িংয়ের সংখ্যা। শুধু তাই নয়, জানা গিয়েছে ইনস্টাগ্রাম চুপিচুপি আরেকটি প্রাইভেট অ্যাকাউন্টও খুলেছেন তিনি। ‘করণঅ্যাফেয়ার্স’ নামে ওই প্রাইভেট অ্যাকাউন্টটি ফলো করেন গৌরি খান, সুহানা খান, অনন্যা পাণ্ডে, শ্বেতা বচ্চন নন্দা সহ করনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বিষয়টি সম্ভবত প্রকাশ্যে আনতে চাননি করণ। সে কারনেই এত লুকোছাপা। কিন্তু শেষরক্ষা হল না। এই প্রাইভেট অ্যাকাউন্টের হদিশ পেয়েই আবারও ট্রোলিং শুরু হয় পরিচালককে।
https://www.instagram.com/p/CBacnPSJRtT/
তবে ইনস্টাগ্রামে সেই প্রাইভেট অ্যাকাউন্টটির হদিশ পাচ্ছেন না নেটিজ়েনরা। তা হলে কি করণ তা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন? না কি অন্য নামের অ্যাকাউন্ট থেকে চালিয়ে যাচ্ছেন অ্যাক্টিভিটি? সোশ্যাল মিডিয়ায় আগের মতো স্বমহিমায় কর্ণকে ফিরতে দেখা যাবে কি না, তা অবশ্য সময়ই বলবে।তবে সেই গোপন অ্যাকাউন্টের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পার হয়ে গিয়েছে। তবুও তাঁকে ভুলতে পারছেন না ভক্তরা। তাঁর মৃত্যুকে আত্মহত্যা ঘোষণা করেছে মুম্বই পুলিশ। মৃত্যুর প্রাথমিক কারণ অবসাদ। যদিও ভক্তদের দাবি সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিবিআই তদন্ত চায় হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: নেটফ্লিক্স ধামাকা! ১৭টি হিন্দি ছবি মুক্তির দোরগোড়ায়, চিন্তা বাড়ছে হল মালিকদের