Karan Kundra Opened Up About The Bedroom Secrets, Reveals “Tejasswi Likes To Be On The Top”

TejRan: বিছানায় তেজস্বী উপরে থাকতে ভালবাসে! কঙ্গনার ‘লক আপে’ Bedroom Secrets ফাঁস করণের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি Tejasswi Prakash এবং Karan Kundrra। তেজা- করণের প্রেম আজ আর কারও অজানা নয়। তাঁরা যেখানেই যান যুগলে। LockUpp-এর গ্র্যান্ড ফিনালেতেও তাঁরা এলেন জুটিতে। আর এই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই ফাঁস হল তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রার বেডরুম সিক্রেটস।

কঙ্গনার ‘লক আপ’-এ অভিনেতা-সঞ্চালক করণ ও তাঁর বান্ধবী অভিনেত্রী তেজস্বী প্রকাশ একটি নাচের অনুষ্ঠান করেন। তার পর করণ-তেজস্বীর সঙ্গে ‘ফান গেম’ খেলেন কঙ্গনা। সেখানে বেশ কিছু দুষ্টু প্রশ্নের মুখোমুখি হয় এই জুটি। কঙ্গনার সোজা সাপটা প্রশ্ন… করণ না তেজস্বী কে বেশি ভালো চুমু খেতে পারেন! করণ এবং তেজার উত্তর এক্কেবারে এক… তাঁরা দু’জনেই নাকি দারুণ চুমু খান। তবে করণ আরও স্পষ্ট করে বলেন, প্রথমবার যখন চুমু খেয়েছিলেন তেজস্বী নাকি সত্যিই দুরন্ত ছিলেন! এখানেই শেষ নয়। তেজা এবং করণ আরও একটি বিষয়ে একমত। পিডিএ থুড়ি প্রকাশ্যে প্রেম জাহির করার ক্ষেত্রে নাকি এগিয়ে রয়েছেন Karan Kundrra। করণের ফান্ডা একটাই… “আমি বিশ্বাস করি যা করার বুক ঠুকে করো… না হলে করতে হবে না।” তাঁদের বেডরুম সিক্রেট যেন শেষই হওয়ার নয়।

আরও পড়ুন: কালাযাদু করে যৌনাচার! শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

লাভ মেকিংয়ের সময়ে তেজস্বী নাকি on the top থাকতেই ভালোবাসেন! এটা করণের মত। তাঁর এই জবাব শুনে নাগিনের অভিনেত্রী কার্যত লজ্জা পেয়ে যান। শুধু তাই নয়, প্রতিযোগী ও দর্শকরাও করণের এমন সাফ স্বীকারোক্তিতে চমকে যান।তবে বেডরুম প্রসঙ্গে এড়িয়ে তেজা দাবি করেন কম্পিটিশনে তিনি সবার উপরে থাকতেই ভালোবাসেন!

লকআপের শেষ দুটি এপিসোডে বড় চমক আনেন নির্মাতারা। তেজস্বী প্রকাশকে নিয়ে আসা হয়েছিল কুইন ওয়ার্ডেন হিসেবে। আর এর জন্য এপিসোড পিছু ২ থেকে ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তেজা!  ‘লক আপ’ গ্র্যান্ড ফাইনালে করণ ছিলেন জেলারের ভূমিকায়। রবিবার লক আপের ফাইনালে জয়ী হন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। জেতেন ২০ লাখ টাকার পুরস্কার।

Bigg Boss Season 15 -র ঘরে তেজস্বীর সঙ্গে পরিচয় হয় করণের। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেম জমে ওঠে। অনেকেই বলেছিলেন, গেমের স্বার্থেই সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। যদিও ‘বিগ বস’ হাউজের বাইরে আসার পরেও দাঁপিয়ে প্রেম করছে TejRan।

আরও পড়ুন: Munawar Faruqui: ‘লক আপ’-এর প্রথম সিজন জিতে নিলেন মুনাওয়ার ফারুকি, স্বপ্নের পুরস্কার এল ঝুলিতে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest