গত মাসেই দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান। সইফিনার দ্বিতীয় সন্তানের আগমনের পর থেকেই তাঁকে নিয়ে উত্সাহের শেষ নেই নেটানাগরিকদের মধ্যে, তবে সচেতন তারকা দম্পতি এইবার সদ্যোজাতকে ক্যামেরার ফ্ল্যাশলাইট থেকে দূরেই রেখেছেন। অবশেষে আন্তর্জাতিক নারী দিসবের দিন দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন করিনা।
নিজের ইনস্টাগ্রামের দেওযালে একরত্তির সঙ্গে একটি সাদা কালো সেলফি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন করিনা। বেবো লেখেন, ‘একজন মেয়ে করতে পারে না, এমন কোনও কাজ নেই। ভালোবাসার মানুষদের জানাই নারী দিবসের শুভেচ্ছা’।
গত ২১ ফেব্রুয়ারি সইফ আলি খান এবং করিনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাকে দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। অনেক সাধনার পরেও তার ঝলক পাওয়ার চেষ্টা বিফলে যায় পাপারাৎজিদের। অবশেষে তার জন্মের ১৬ দিনের মাথায় ইচ্ছাপূরণ হল সকলের। কিন্তু পুরোপুরি তা হল কি? কারণ ছবিতে সদ্যোজাতকে দেখা গেলেও তার মুখ কিন্তু থেকে গিয়েছে আড়ালে।
আরও পড়ুন: ভোটের আবহে গেরুয়া বিকিনিতে চান্দ্রেয়ী! ইনস্টাগ্রাম পোস্ট দেখেছেন?
এ ক্ষেত্রে সম্ভবত ‘বিরুষ্কা’র ‘ট্রিক’ ব্যবহার করেছেন করিনা। ভামিকার পরিচয়পর্বের সময়ও তার মুখ আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। অতএব বলাই যায়, ‘সইফিনা’র পুত্রের মুখদর্শনের ‘সাধ মিটিল না’ নেটাগরিকদের।
পরিচয়পর্ব সারলেও সন্তানের নাম প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। আদৌ কোনও নাম ভেবেছেন কি না, তা-ও এখনও পর্যন্ত জানা নেই কারও। তৈমুরের নাম বিতর্কের পর এ বিষয়ে কিছুটা সাবধানী সইফ করিনা। দ্বিতীয় পুত্রকে তাঁরা কী নামে ডাকবেন, এখন সেই প্রশ্নের উত্তর পেতেই মুখিয়ে নেটাগরিকরা।
আরও পড়ুন: ‘নারীদের সম্মান আপনারা এমনিতেই দেন না!’ নারী দিবসে ট্রোলিং নিয়ে বিস্ফোরক মধুমিতা