বেবি বাম্প নিয়েই যোগাসন! ইন্টারনেটে ভাইরাল হবু মা করিনা

রিনা ছবি আপলোড করে লিখলেন, ‘অল্প স্বল্প যোগাসন, অল্প স্বল্প শান্তি ...’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দ্বিতীয়বার মা হতে গিয়ে তৈমুরের সময়ের থেকেও যেন অনেকবেশি সচেতন করিনা কাপুর৷ নিজেই বার বার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৈমুরের সময়ে যা যা ভুল করেছেন তিনি৷ এবারটি সেই ভুল একেবারেই নয়৷

কিছু দিন আগেই এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে করিনা ও সইফ দু’জনেই জানিয়েছেন, তৈমুরের সময় যেভাবে খুল্লামখুল্লা সবাইকে ছবি তুলতে দিয়েছিলেন তাঁরা৷ দ্বিতীয় সন্তানের সময় একেবারেই সেটা করবেন না৷ বরং বিরাট-অনুষ্কার মতোই নাকি একেবারেই প্রাইভেট রাখবেন দ্বিতীয় সন্তানের মুখ৷

আরও পড়ুন: রাজনীতিতে পা দিতেই সৌরভ দাসের চরিত্র নিয়ে কাটাছেঁড়া শুরু, নিন্দার মুখে জবাব অভিনেতার

তবে দ্বিতীয়বার মা হওয়ার এই সময়টা দারুণভাবে এনজয় করছেন করিনা ৷ আর সেই ছবি নিয়মিত পোস্টও করছেন সোশ্যাল মিডিয়ায় ৷সম্প্রতি করিনা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন নিজের যোগাসনের ছবি ৷ যেখানে স্পষ্ট হয়ে উঠল করিনার বেবিবাম্প ৷ জিম পোশাকে করিনার স্পষ্ট হয়ে ওঠা বেবি বাম্পের ছবি এখন টক অফ দ্য টাউন৷ তবে করিনা ছবি আপলোড করে লিখলেন, ‘অল্প স্বল্প যোগাসন, অল্প স্বল্প শান্তি …’

আরও পড়ুন: নক্ষত্র সমাবেশে স্বপ্নের বিয়ে বরুণ-নাতাশার, দেখুন চোখ ধাঁধানো বিয়ের নানান মুহূর্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest