Katrina Kaif Is really pregnant? Here is the truth behind the viral picture and video

Katrina Kaif : উঁকি মারছে বেবি বাম্প? ক্যাটরিনার ছবি প্রকাশ্যে আসতেই শুরু জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বছর সাতপাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। কিন্তু তারপর থেকে বারবার গুঞ্জন রটছে, ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা। এর মধ্যেই ঢিলেঢালা পোশাক পরেছিলেন ক্যাটরিনা। ফলে নেটিজেনদের একাংশের কাছে এই ধারণা আরও বদ্ধমূল হয়ে গিয়েছিল। কিন্তু ক্যাটরিনার টিমের তরফে জানানো হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা নন। ক্যাটরিনা নিজেও বলেছিলেন, কখনও সন্তান নেওয়ার পরিকল্পনা করলে তিনি মিডিয়াকে অবশ্যই জানাবেন। কিন্তু আবারও তাঁর ও ভিকির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা নিয়ে আবারও ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন: Producer Death: গল্ফগ্রীণ থেকে উদ্ধার প্রযোজকের ঝুলন্ত দেহ, রহস্য‌ মৃত্যু নিয়ে

ভাইরাল হওয়া ছবিতে কালো থ্রি পিস স্যুট পরা ভিকির পাশে সাদা রঙের শর্ট ড্রেসে সুসজ্জিতা ক্যাটরিনার ছবিতে ধরা পড়েছে তাঁর স্ফীতোদর। এরপরেই নেটিজেনদের একাংশ মনে করছেন, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। নেটিজেনদের মধ্যে কারও মনে প্রশ্ন জেগেছে ক্যাটরিনা কইফ কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি মেরি ক্রিসমাস ছবির চরিত্রের প্রয়োজনে অন্তঃসত্ত্বা মহিলার লুকের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়? দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে এই ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন ভিকি ঘরণী ক্যাটরিনা কইফ।

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

ভিকির সাথে বিয়ের পরই ক্যাটরিনা তাঁর নতুন ফিল্ম ‘মেরি ক্রিসমাস’-এর ঘোষণা করেছিলেন। ফিল্মটি পরিচালনা করছেন শ্রীরাম রাঘবন (Sriram Raghvan)। ‘মেরি ক্রিসমাস’ একটি ফেস্টিভ থ্রিলার।শোনা যাচ্ছে, ফিল্মে ক্যাটরিনার চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চরিত্রটি অন্তঃসত্ত্বা। এই কারণেই ক্যাটরিনাও নিজের শারীরিক পরিবর্তন নিয়ে এসেছেন। ‘মেরি ক্রিসমাস’-এর মাধ্যমে দক্ষিণী ফিল্মে আত্মপ্রকাশ করতে চলেছেন ক্যাটরিনা।

তাঁর অভিনীত শেষ ছবি ফোন ভূত বক্স অফিসে বিন্দুমাত্র সাফল্য পায়নি। তবে সলমান খানের সঙ্গে টাইগার থ্রি-তে দেখা যাবে ক্যাট সুন্দরীকে। প্রিয়াঙ্কা চোপড়া আর আলিয়া ভাটের সঙ্গে ফারহান আখতারের পরিচালনাতেও কাজ করবেন ভিকি ঘরণী।

আরও পড়ুন: Manabjamin: মুক্তি পেল শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর টিজার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest