KGF: Chapter 2 team gave a surprise on Sanjay Dutt's birthday

Sanjay Dutt: সঞ্জুবাবার জন্মদিনে চমক দিল KGF: Chapter 2 টিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে সমাদৃত সঞ্জয় দত্ত। অসাধারণ অভিনয় এবং ব্যতিক্রমী জীবনযাপন দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা তার। তারকাদের জীবনে সমালোচনা যেমন নতুন কিছু নয় ঠিক সঞ্জয়ও তার বাইরে নন। নানা রকম সমালোচনা যেন সঞ্জয়কে আরও বেশি জনপ্রিয়তা দিয়েছে। ২৯ জুলাই জনপ্রিয় এই অভিনেতার জন্মদিন। ৬২ বছর পূর্ণ হলো তার।

এদিনে তাকে ও তার ভক্তদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছে কেজিএফ চ্যাপটার টু টিম। সঞ্জয়ের জন্মদিন উপলক্ষে একটি আলাদা পোস্টার প্রকাশ করেছে তারা। পোস্টারটি মুক্তির পর থেকেই সঞ্জয়ের অসাধারণ লুকের জন্য প্রশংসায় ভাসছে। ছবিতে দেখা যায় বিশাল বড় এক তরবারি হাতে নিয়ে সানগ্লাস পরিহিত সঞ্জয় এগিয়ে যাচ্ছেন ক্ষিপ্ত এক চাহনি দিয়ে। সঞ্জয়ের নতুন হেয়ার স্টাইল নজর কেড়েছে সবার।

ক্যাপশনে সঞ্জয় লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। ‘কেজিএফ-টু’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি জানি অনেকদিন ধরে এই সিনেমার মুক্তির অপেক্ষা করছেন। আপনাদের নিশ্চিত করছি, অপেক্ষা করাটা সার্থক হবে।”

আরও পড়ুন: Money Heist 5: শীঘ্রই আসছে ট্রেলার, কবে মুক্তি শেষ সিজনের?

এ নিয়ে টানা তিন বছর জন্মদিনে ‘কেজিএফ-টু’ সিনেমার পোস্টার প্রকাশ করলেন সঞ্জয়। গত বছর প্রকাশিত ছবিতে দেখা যায়, মাথায় চিকন বেণী করা চুল, মুখে ট্যাটু, কানে দুল এবং হাতে একটি তলোয়ার হাতে বসে আছেন সঞ্জয়। পরনে ভারি ধাতব পোশাক। তার মুখে কাঁচা-পাকা দাড়ি। মনে হচ্ছে, তিনি কোনো অন্ধকার ঘরে বসে আছেন।

২০১৯ সালের জন্মদিনে আধীরা রূপে তার লুক প্রথম প্রকাশ করেন এই অভিনেতা। সেই ছবিতে তার মুখ ঢাকা ছিল। ছবিটি প্রকাশ করে ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় সঞ্জয়ের অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

‘কেজিএফ-টু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ,রবিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর চলতি বছর ১৬ জুলাই এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় আবারো তারিখ পেছানো হয়। সিনেমা মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।

আরও পড়ুন: পর্দায় ফের শাহরুখ-কাজল ম্যাজিক! হিরানির ফ্রেমে থাকছেন বিদ্যা-তাপসীও

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest