মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ক্ষুদিরাম বসু! Zee5 -এর ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ–এর (ZEE5) এক ওয়েবসিরিজ–কে ঘিরে বিতর্ক ছড়াল। ‘‌অভয়’‌ (‌Abhay)‌ নামে ওই ওয়েবসিরিজে নাম ভূমিকায় পুলিশ সুপার অভয়প্রতাপ সিং–এর চরিত্রে দুরন্ত অভিনয় করছেন কুনাল খেমু।

১৪ অগস্ট এর দ্বিতীয় সিজন ‘‌অভয় ২’‌ (‌Abhay 2) ‌মুক্তি পায়। তারই এক দৃশ্যে দেখা যায়, থানায় অপরাধীকে জেরা করছেন অভয়প্রতাপ। সব ঠিকই চলছিল। কিন্তু সেখানে থাকা ‌অপরাধীদের তালিকা‌য় (‌Most Wanted) নজর যেতেই চোখ কপালে ওঠার জোগার। কারণ সেই অপরাধীদের তালিকা‌য় অন্য সব মুখের সঙ্গে বাঙালির অতি পরিচিত এবং প্রণম্য একটি মুখ রয়েছে। আর তা বিপ্লবী ক্ষুদিরাম বসুর।

আরও পড়ুন: ‘রেজিস্টার্ড’! স্বাধীনতা দিবসেই বিয়ে করলেন মানালি-অভিমন্যু, দেখুন ছবি

দ্রুত ক্ষোভ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। টুইটে সরব হয়েছেন অনেকে।জিফাইভ বয়কট করার দাবি তুলে নতুন হ্যাশট্যাগও (‌#BanZee5) ‌শুরু হয়েছে। এই ওয়েবসিরিজের সঙ্গে জড়িত রয়েছেন অনেক বাঙালি। রয়েছেন অভিনেত্রী বিদিতা বাগ, সন্দীপা ধর, লেখকদের মধ্যে রয়েছেন পুশন মুখার্জি, স্মিতা মুখার্জি। প্রশ্ন উঠছে, সেট ডিজাইনিং বা পোস্ট প্রোডাকশনের সময় কারও চোখে মারাত্মক এই ভুল পড়ল না?‌ যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক কেন ঘোষ।

আরও পড়ুন: ভালবাসার কাছে ফিরতে সীমান্ত পার মিথিলার, সাড়ে পাঁচ মাস পর ফিরলেন সৃজিতের কাছে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest