Khyali Saharan accused of raping 25-year-old in Jaipur hotel, booked

Khyali Saharan: চাকরি দেওয়ার অছিলায় হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণ! গ্রেফতার জনপ্রিয় কৌতুকশিল্পী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হোটেলের ঘরে ২৫ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল স্ট্যান্ড আপ কমেডিয়ান খেয়ালি সহারনকে। বৃহস্পতিবার জয়পুরের মানসরোবর থানায় খয়ালীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই তরুণী।

সোমবার এই ঘটনাটি ঘটেছে বলেই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে আম আদমি পার্টির কর্মী তথা কমেডিয়ান খেয়ালি সাহারন মদ্যপ অবস্থায় ছিলেন ঘটনার সময়। তখন তিনি মানসসরোবর এলাকার একটি হোটেলের ঘরে তিনি সেই মহিলাকে ধর্ষণ করেন। এর আগে তিনি সেই মহিলাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মানসসরোবর পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর, সন্দীপ যাদব বলেন, ‘আইপিসি ৩৭৬ ধারায় ওই মহিলা কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কেসের তদন্ত চলছে।’ পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে এই মহিলা শ্রীগঙ্গানগরের বাসিন্দা। একটি মার্কেটিং এক্সিকিউটিভ ফার্মে চাকরি করেন ওই মহিলা। তিনি আরেকজন মহিলার সঙ্গে খেয়ালির কাছে চাকরির আশায় এসেছিলেন বলে জানান।

আরও পড়ুন: Oscars 2023: অস্কার থেকে খালি হাতেই ফিরতে হল বাঙালি পরিচালক শৌনককে

খেয়ালি ওই হোটেলে দুটো ঘর বুক করেছিলেন। একটা ওই মহিলাদের জন্য, একটা তাঁর নিজের জন্য। তিনি নাকি সেদিন নিজেও বিয়ার খান, ওই মহিলাদেরও জোর করেন বিয়ার খেতে। এক মহিলা ঘর থেকে তখন বেরিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আরেকজনকে ধর্ষণ করেন বলেই জানা গিয়েছে।

আম আদমি পার্টির স্পোকপারসন, যোগেন্দ্র গুপ্ত এই বিষয়ে বলেন, ‘আম আদমি পার্টির লাখ লাখ কর্মী আছে তার মধ্যে খেয়ালি একজন। সে তার ব্যক্তিগত জীবনে কী করছে তার সঙ্গে পার্টির কোনও যোগ নেই।’ এই বিষয়ে উল্লেখযোগ্য দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ২ এর প্রতিযোগী ছিলেন তিনি। তাঁকে কপিল শর্মা শোতেও অতিথি হিসেবে দেখা গিয়েছে।

আরও পড়ুন: Shakib Khan: প্রযোজককে ধর্ষণ, শ্যুটিংয়ে যৌনকর্মীকে ডাকার অভিযোগ নায়ক শাকিবের বিরুদ্ধে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest