এবার সাত পাকে বাঁধা পরতে চলেছে কর্ণ ও রাধিকা। কিন্তু কর্ণর মা কি এই বিয়ে মেনে নেবে? বিয়ের পর নতুন কোনও ঝড়ের সম্মুখীন হবে না তো এই নবদম্পতি? ২১ ও ২২ আগস্ট, রাত ৯.৩০ থেকে এই নিয়েই সম্প্রচারিত হবে ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের মহাপরিণয় পর্ব।
জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্র রাধিকা এবং কর্ণ। অনেক দর্শকের স্বপ্ন সত্যি হলো তাদের এই বিবাহ ঘিরে। যারা এতদিন অধীর অপেক্ষাতে ছিল এই পছন্দের জুটির শুভ পরিণয়ের, তারাও বেশ খুশি ধারাবাহিকের এই নতুন ডেভেলপমেন্টে। কিন্তু বিবাহ হলেও জীবন কণ্টক মুক্ত না রাধিকা কর্ণের। বিয়ের পরেই তাদের জীবনে ঘনিয়ে আসছে এক ভয়ানক ঝড়? কিন্তু কি হতে চলেছে? কেমন করেই বা এই বিপদ থেকে একে অপরকে আড়াল রাখবে রাধিকা কর্ণ?
আরও পড়ুন: অন্তর্বাস থেকে হেয়ারকাট, নেটিজেনদের ট্রোলের নিশানায় স্বস্তিকা, সামাল দিলেন কড়া হাতে
রাধিকা এবং কর্ণ দুই ভিন্ন মেরুর বাসিন্দা। তাদের চিন্তাভাবনা, কর্মজগৎ, বন্ধুবান্ধব এসবকিছুর মধ্যে বিস্তর ফারাক। তারা যে কোনওদিন একে অপরের কাছাকাছি আসবে, বন্ধু হবে, প্রেমে পড়বে, তা বোধহয় কেউই ভাবেনি। কিন্তু কপালের লিখন খণ্ডাবে কে? রাধিকাকে মৃত্যুর হাত থেকে বাঁচায় কর্ণ। প্রেমে প্রতারিত হয়ে ধীরে-ধীরে নিজের জীবনকে গুছিয়ে নিতে থাকে রাধিকাও। নিজের সংস্থাতেই রাধিকাকে চাকরি দেয় কর্ণ। এভাবেই এগোতে-এগোতে তারা পৌঁছে যায় তাদের জীবনের এক চরমতম সিদ্ধান্তের সামনে।
১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ‘কি করে বলবো তোমায়’। এই প্রথম কোনও ধারাবাহিকে জুটি হিসেবে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (রাধিকা) ও ক্রুশল আহুজা (কর্ণ)। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল দেব বসুকে।
আরও পড়ুন: সম্পর্কে ছিলেন সুশান্ত -সারা, মুম্বই মাফিয়াদের চাপে সরে যেতে বাধ্য হন সইফ কন্যা, দাবি বন্ধুর