Kiss: Director Birsa Dasguptas Kissing Photo With Wife Bidipta Chakraborty Goes Viral

Kiss: পাহাড়ের কোলে বিদীপ্তার ঠোঁটে চুমু ‘ব্যোমকেশ’ পরিচালকের! ধেয়ে এল কটাক্ষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টলিপাড়ার তারকাদম্পতি ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসা ছড়িয়ে দিলেন সমাজ মাধ্যমে। আর সেই চুম্বনের সাক্ষী হয়ে রইল কুয়াশা ঘেরা পাহাড়। সম্প্রতি ঘুরতে গিয়েছেন বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্ত। সদ্য মুক্তি পেয়েছে বিরসার নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকের তরফে। ছবি মুক্তির পরই একটু মুক্ত বাতাস পেতে বিরসা-বিদীপ্তা পাড়ি দিয়েছেন পাহাড়ে। সমাজমাধ্যমে ছবিটি পোস্ট করে বিরসা লেখেন, “ও যে মানে না মানা।”

২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরসা-বিদিপ্তা। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বউয়ের সঙ্গে উষ্ণ রোম্যান্সের ঝলক শেয়ার করে নেন বিরসা। কিন্তু চুমুর ছবি পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ। ছবির মন্তব্যবাক্সে উপচে পড়ছে ব্যঙ্গ-বিদ্রুপ।

আরও পড়ুন: Nick Jonas: মঞ্চ মাতাচ্ছেন প্রিয়াঙ্কার স্বামী, হঠাৎ ব্রা ছুড়ে দিলেন ভক্ত! দেখুন ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Birsa Dasgupta (@birsadasgupta)

একজন লেখেন- ‘এটা যাদবপুর নাকি?’ অপর একজন লেখেন- ‘সেলেবদের ব্যক্তিগত জীবন বলে আর কিছুই নেই। সবই সোশ্যাল মিডিয়ায়’। বয়স নিয়েও ট্রোলড হলেন তাঁরা। পঞ্চাশোর্ধ বিদীপ্তা আর বছর ৪৪-এর বিরসার এই ছবি দেখে একজন লেখেন- ‘দাদু ঠাম্মার রোমান্টিক দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা’। কেউ কেউ আবার ফলাও করে উপদেশ দিয়ে লেখেন, এহেন ব্যক্তিগত মুহূর্ত কখনই ফেসবুকে পোস্ট করা উচিত নয়।

যদিও সেইসব কটাক্ষের পালটা কোনও জবাব দেননি তারকা দম্পতি। তাঁরা এখন পাহাড়ের নৈগর্সিক সৌন্দর্য আর ভালোবাসার চাদরে নিজেদের মুড়ে রেখেছেন।

আরও পড়ুন: Yogi Aditynath: যোগীর পা ছুঁয়ে প্রণাম রজনীকান্তের, সমালোচনা ঝড় নেটপাড়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest