Koffee With Karan 7: Alia Bhatt reveals spicy details of ‘Suhaagraat’ with Ranbir Kapoor?

Koffee With Karan: ফুলশয্যার রাতের সিক্রেট ফাঁস আলিয়ার, হাঁ করণ! রইল ভিডিয়ো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করণ জোহর সঞ্চালিত বিতর্কিত শো ‘কফি উইথ করণ’ ফিরছে। শো-এর দ্বিতীয় প্রোমোতে বোমা ফাটালেন আলিয়া ভাট। বিয়ের পর প্রথমবার কোনও টক শো-এর আসলে রণবীর ঘরণী। সঙ্গী হিসাবে তিনি বেছে নিয়েছেন বলিউডের অপর রণবীরকে। হ্যাঁ, ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ জুটি প্রথম এপিসোডে করণের অতিথি। আর সেই প্রোমো দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। আগামী ৭ই জুলাই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম করবে এই এপিসোড।

গত ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া।  জুন মাসের সাতাশ তারিখ আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়ে দিয়েছেন। অনেকেই আশা করেছিলেন ‘কফি উইথ করণ’ (Koffee With Karan S7) শোয়ের এই নতুন মরশুমে স্বামী রণবীর সিংয়ের সঙ্গেই আসবেন আলিয়া। কিন্তু রণবীর কাপুরের বদলে তিনি বন্ধু রণবীর সিংয়ের সঙ্গী হয়ে করণের শোয়ে আসেন।

আরও পড়ুন: Ankita Lokhande: সেরা জুটির পুরস্কার পেলেন ভিকি-অঙ্কিতা, ভাইরাল বোল্ড ফটোশ্যুটের ছবি

নতুন মরশুমের প্রথম এপিসোডের আগাম ঝলক প্রকাশ করেছেন করণ। সেখানেই প্রথম অতিথি হিসেবে আলিয়া ও রণবীর সিংয়ের পরিচয় করিয়ে দেন। প্রশ্নোত্তর চলাকালীন করণ আলিয়ার কাছে জানতে চান, বিয়ে সম্পর্কে তিনি এমন কী রটনা শুনেছিলেন যা এক্কেবারেই সত্যি নয়। সেই প্রশ্নের জবাই অভিনেত্রী জানান, বিয়ের পর ফুলসজ্জা বলে কিছু হয় না। শুধুই ক্লান্তি থেকে যায়। আলিয়ার কথা শুনে করণ  ও রণবীর সিং দু’জনেই হেসে ওঠেন।

আরও পড়ুন: Salman-SRK: গল্প লিখছেন আদিত্য চোপড়া, হাত মেলাচ্ছেন সলমন-শাহরুখ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest