এবার শাকিবের নায়িকা কৌশানী? গুঞ্জনের কি জবাব দিলেন নায়িকা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টলিউডের আলোচিত চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমায় অভিনয় করে চিত্র জগতে পা রাখেন। ২০১৫ সালে অভিষেকের পর নায়ক বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে করেছেন চারটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে তাকে।

শোনা যাচ্ছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এ নায়িকা। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে। যদিও সিনেমার নাম কিংবা পরিচালক এসব বিষয়ে এখনো জানা যায়নি। তবে শাকিবের এক ঘনিষ্ঠ সূত্রে এই খবর সামনে এসেছে।

আরও পড়ুন: বড়দিনে আসছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, প্রকাশ্যে সৃজিত-প্রসেনজিৎ জুটির ৮ নম্বর ছবির পোস্টার

জানা গেছে, নতুন সিনেমার ব্যাপারে বাংলাদেশ থেকে একাধিক প্রযোজক যোগাযোগ করেছেন কৌশানীর সঙ্গে। শাকিব খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার কৌশানী বলেন, ‘আমি জানি না খবরটি কীভাবে ছড়িয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখনও কিছু কনফার্ম হয়নি। বাংলাদেশ থেকে এর আগেও আমাকে ফোন করা হয়েছে। আমি আবারও বলছি, আমার দিক থেকে এখনও কিছু কনফার্ম না। পুরোপুরি কনফার্ম না হয়ে আমি আসলে কিছু বলতে চাইছি না। তবে বাংলাদেশে কাজের পরিকল্পনা আছে, কথাও হয়েছে।’

শাকিব খানের বিপরীতে কৌশানীর কাজ করার খবরটি গুঞ্জন নাকি সত্যি সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। তবে, নতুন কাজে ফিরতে চাচ্ছেন ঢালিউড ভাইজান। আর শাকিব-কৌশানী জুটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে শাকিবিয়ানদের মধ্যে।

শাকিব খান সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি মুক্তি পাবে আই থিয়েটার নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে।

আরও পড়ুন:  ১৫ কেজি ওজন কমিয়ে আগের রূপে ফিরলেন অপু বিশ্বাস, শুরু করলেন ‘ছায়াবৃক্ষ’-এর শুটিং

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest