Site icon The News Nest

দু’জন মানুষ কি কাছাকাছি আসতে পারে না? প্রশ্ন ক্ষুব্ধ Lalit Modi-র

susmita old

সুস্মিতার সঙ্গে সদ্য মলদ্বীপ সফর থেকে ফিরে এসে খচে বোম প্রাক্তন আইপিএল কর্তা। মিডিয়াকে একহাত নিলেন ললিত মোদি(Lalit Modi) । লিখলেন, এইভাবে গসিপ করা বন্ধ করুন। আসল সত্য তুলে ধরুন। না পারলে আমাকে জিজ্ঞাসা করুন, আসল সত্য কি। আমি বলে দেব । ক্ষুব্ধ ললিত বলেছেন, মিডিয়া আমাদের এই ভাবে ট্রোল করছে কেন? আমার উপদেশ হল, আপনারা নিজেরা বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। সঠিক খবর লিখুন, গসিপ নয়। তথ্য যদি সঠিক ভাবে না জানেন, আমায় বলুন, আমি বলে দিচ্ছি। মিনাল মোদী আর আমি ১২ বছরের বিবাহিত জীবনে সেরা বন্ধুত্বে ছিলাম। তিনি আমার মায়ের বন্ধু ছিলেন না। এই কথাটা কেন রটেছে জানি না! তবে এই ধরনের বিকৃত মানসিকতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আসলে যখন কারও ভাল হয়, বাকিরা সহ্য করতে পারেন না।’

ললিত আর সুস্মিতা(Sushmita Sen) যে সম্পর্কে জড়িয়েছেন সে কথা ১৪ জুলাই ঘোষণা করেছিলেন তাঁরা। একসঙ্গে ছবি দিয়ে ললিত ইঙ্গিত দিয়েছিলেন, এই সম্পর্ক বিয়ে অবধি গড়াতে পারে। তার পর পরই যুগলের মলদ্বীপ সফরের একগুচ্ছ ছবি সামনে আসে। তার মধ্যে কয়েকটি ছবি সুস্মিতাকে ট্যাগ করতে গিয়ে ললিত ভুল করে ফেলেন। অভিনেত্রীর প্যারোডি প্রোফাইলে ট্যাগ হয়ে যায়।সে নিয়ে আবারও হাসাহাসি। যার জবাবও কড়া ভাবেই দিলেন সুস্মিতার প্রেমিক। বললেন, ‘না হয় ভুল করেছিলাম। তা নিয়ে এ রকম করতে হবে?’

আপনারা আমায় পলাতক বলুন, আসামি বলুন, তবে কখন কোন আদালত আমায় দোষী সাব্যস্ত করেছে সেটা বলতে পারবেন? আমি যখন বিসিসিআইতে যোগদান করি তখন ব্যাঙ্কে ৪০ কোটি টাকা ছিল। জানেন আমাকে নিষিদ্ধ করার সময় ব্যাঙ্কে কত ছিল? ৪৭,৬৮০ কোটি টাকা।

Exit mobile version