Lata Mangeshkar's nephew Aadinath Mangeshkar brings her ashes home

Lata Mangeshkar: অস্থিভষ্ম তুলে দেওয়া হল পরিবারের হাতে, সংগ্রহ করলেন ভাইপো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত সুরসম্র্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) চিতাভস্ম তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল। সোমবার সকালে মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে কিংবদন্তি সংগীত শিল্পীর চিতাভস্ম সংগ্রহ করেন তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর (Adinath Mangeshkar)

লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথ মঙ্গেশকর। সোমবার তাঁকে শ্মশান থেকে আস্থিকলশ (ছাইয়ের কলসি) আনতে দেখা যায়। পিটিআইকে সহকারী পুর কমিশনার কিরণ দিঘাবকর জানিয়েছেন, কিংবদন্তি শিল্পীর ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথের হাতে অস্থি কলস হস্তান্তর করা হয়েছে। যেহেতু লতা অবিবাহিত ছিলেন, তাই তার ভাইয়ের পরিবার তার মৃত্যুর পরবর্তী সমস্ত নিয়ম পালন করবেন।

আরও পড়ুন: Lata Mangeshkar Death: রাজবধূ হতে পারতেন লতা মঙ্গেশকর! ‘তাঁর’ জন্যেই রয়ে গেলেন আজীবন অবিবাহিত

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। শোকে কাতর তাঁর পরিবার, প্রিয়জনরা। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, টানা ২৮ দিনের লড়াই, আর বাড়ি ফেরা হল না।

এ দিন সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। সাদা পোশাক পরা আটজন পুরোহিত শেষকৃত্য পরিচালনা করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় লতার ভাই হৃদয়নাথ মুখাগ্নি করেন। গান স্যালুটে ‘ভারতের নাইটিঙ্গেল’কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন: Lata-Sandhya: ‘প্রিয়’ লতা আর নেই, এখনও জানেন না সন্ধ্যা মুখোপাধ্যায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest