Lock Upp Twitter reactions: Viewers calls Kangana Ranaut's show Bigg Boss' ‘sasti copy’

বিগ বস-এর সস্তা কপি! কঙ্গনার রিয়ালিটি শো Lock Upp শুরু হতেই কড়া সমালোচনা নেটিজেনদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবারই অল্ট বালাজিতে কঙ্গনা রানাউতের শো ‘লক আপ’-এর প্রিমিয়ার হয়েছে। আর শো শুরুর ৪৮ ঘণ্টা পেরতে না পেরতেই সামলোচনা-কটাক্ষের শিকার হতে হল! নেটিজেনদের মন্তব্য, “আরে এটা তো বিগ বস-এর সস্তা নকল ছাড়া আর কিছুই নয়।”

বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ বলেই পরিচিত কঙ্গনা। আর রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হিসেবেও বেছে নেওয়া হয়েছে এমন ১৬ জনকে যাঁরা কোনও না কোনও বিতর্কে জড়িয়েছেন। উপরন্তু ‘লক আপ’-এর হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পদার্পণ করেছেন কঙ্গনা। অতঃপর সেই শো নিয়ে দর্শকদের যে আলাদা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। তবে মুক্তির পরই ‘লক আপ’-এর ফরম্যাটের সঙ্গে আরেক জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এর মিল খুঁজে পেলেন দর্শকরা।

শুধু তাই নয়, সঞ্চালক হিসেবে কঙ্গনা রানাউতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকমহলের একাংশ। এক নেটিজেন তো টুইটারে লিঙ্ক শেয়ার করে বলেই ফেলেছেন, “যে কিনা শোয়ের সঞ্চালক তিনি নিজেই একজন প্রতিযোগীর মতো ব্যবহার করছেন! শো উপস্থাপন করার পরিবর্তে অভিনেত্রীর এমন অতিরঞ্জিত নাটকীয় ভূমিকার জন্যই সোশ্যাল মিডিয়ায় লক আপ এখন ট্রেন্ডিং।

মুনাওয়ার ফারুকি:

২০২১-র জানুয়ারিতে এই স্ট্যান্ড আপ কমেডিয়ান জেলে ছিলেন একমাসের বেশি। এক বিজেপি এমএলের ছেলে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন হিন্দু ভাবাবেগে আঘাত করার। নভেম্বরে ব্যাঙ্গালুরু পুলিশের তরফ থেকে তাঁর শো বাতিল করা হয় কিছু হিন্দু প্রতিষ্ঠানের বিরোধের কারণে।

সুনীল পাল

কমেডিয়ান সুনীল পালকে ‘লক আপ’-এ রাখা হয়েছে মুনাওয়াররের সাথে। বেশ কিছু কমেডি শো আর সিনেমায় কাজ করেছেন সুনীল।

চক্রপানি

করোনা-র প্রথম লকডাউনে ‘গো-মূত্র পার্টি’ শুরু করেছিলেন চক্রপানি মহারাজ।

সায়শা শিন্ডে

২০২১-এ ট্রান্সজেন্ডার ডিজাইনার হিসেবে খবরে আসে সায়শা শিন্ডে। এর আগে তাঁর নাম ছিল স্বপ্নীল শিন্ডে। বহুবার একজন ট্রান্সজেন্ডার হিসেবে নিজের জীবনের লড়াই নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। সায়শা পেয়ার আপ করবেন চক্রপানির সাথে।

পুনম পাণ্ডে

২০১৩ সালে বলিউডে ‘নেশা’ দিয়ে ডেবিউ করেন পুনম। তবে অভিনয় কেরিয়ারের থেকে বেশি পুনম চর্চায় থাকেন তাঁর ব্রা না পরার স্বভাবের জন্য। ২০২১ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন পুনম। সঙ্গে রাজ কুন্দ্রার ‘পর্ন ফিল্ম মামলা’তেও তাঁর নাম জড়িয়েছিল।

ববিতা ফোগাত

২০১৪ সালে কমনওয়েলথ গেমসে কুস্তিতে ভারতকে সোনা এনে দিয়েছিলেন ববিতা ফোগাত। এর আগে ‘নাচ বলিয়ে ৯’-এ অংশ নিতে দেখা গিয়েছিল ববিতাকে। এবার দেখার কঙ্গনার শো-তে এসে কী খেল দেখায় ববিতা! তিনি পেয়ার আপ করবেন পুনমের সাথে।

সারা খান
‘বিগ বস’-এর ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রতিযোগী সারা খান। শো-র মধ্যে অন্যতম প্রতিযোগীর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, বিয়ে করা, বিগ বসের ঘর থেকে বেরিয়ে বিয়ে ভেঙে যাওয়ার কারণে থেকেছেন খবরে। এবারে আসছেন কঙ্গনা রানাওয়াতের শো-তে।

সিদ্ধার্থ শর্মা

‘বিগ এফ’, ‘স্প্লিটসভিলা’-য় দেখা গিয়েছে সিদ্ধার্থ শর্মাকে। অলট বালাজির ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে।

শিবম শর্মা

শিবমও ‘স্প্লিটসভিলা’-র প্রতিযোগী ছিলেন।

অঞ্জলি আরোরা

অঞ্জলি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

নিশা রাওয়াল

নিশা একজন টেলিভিশন অভিনেত্রী। তবে অভিনয়ের থেকেও তিনি বেশি পরিচিত  ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’ খ্যাত নৈতিক তথা করণ মেহরা স্ত্রী হিসেবে। তবে ২০২১ সালে স্বামীর বিরুিদ্ধেই গার্হস্থ্য হিংসের অভিযোগ তুলেছিলেন।

তহসিন পুনাওয়ালা

থাকছেন আইনজীবী আর অ্যাক্টিভিস্ট তহসিন পুনাওয়ালাও। সলমন খানের ‘বিগ বস ১৩’-তেও দেখা গিয়েছিল তাঁকে।

পায়েল রোহাতগি

কিছু টিভি শো আর সিনেমায় কাজ করেছেন পায়েল। গিয়েছিলেন ‘বিগ বস’-এও। প্রায়ই তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন তিনি। তাই প্রশংসার সাথে গালিও পড়ে সোশ্যাল মিডিয়ায়।

করণবীর মেহেরা

‘নাগিন’, ‘কসৌটি জিন্দেগি কে’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। তিনিও ছিলেন ‘বিগ বস’-এর ঘরের সদস্য। দেখার ‘লক আপ’-এ ঠিক কী হয়!

১৬ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া শো ‘লক আপ’ চলবে ৭২ দিন অবধি। অর্থাৎ ততদিন এই রিয়ালিটি শোয়ের প্রতিযোগীরা বন্দি থাকবেন কঙ্গনা রানাউতের জেলে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest