‘লাল ইশক’: মধুমিতার লেহেঙ্গায় কাবু নেটাগরিকরা

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লু’জ’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পশ্চিমি পোশাকে শুধু নন, ভারতীয় পোশাকেও পুরুষ হৃদয়ে একইভাবে ঝড় তুলতে পারেন অভিনেত্রী মধুমিতা সরকার। অন্তত তাঁর ইনস্টাগ্রাম পোস্ট তো তেমনটাই বলছে!

বেশির ভাগ সময়ই পশ্চিমি পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামের দেওয়ালে ভেসে ওঠে শাড়ি পরা ছবিও। এ বার লাল লেহেঙ্গায় মন মজেছে তাঁর। তবে বিশেষ কোনও উপলক্ষ নেই। আচমকাই গ্রীষ্মের এক দুপুরে লাবণ্য দিয়ে নেটমাধ্যমে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন তিনি। মধুমিতাকে এই সাজে দেখে আপ্লুত নেটাগরিকরাও। পোস্টের মন্তব্য বিভাগে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন: অনস্ক্রীনের ‘No Kiss Policy’ তে ইতি টানলেন Salman? জানুন আসল সত্যি

পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা অভিনীত ‘ট্যাংরা ব্লু’জ’। প্রশংসিত হয়েছে ছবিতে মধুমিতার অভিনয়। কাজের সঙ্গেই এখন মাঝেমধ্যে রান্নাবান্নায় মন দিচ্ছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই বানিয়েছিলেন মনের মতো চিংড়ির মালাইকাড়ি। ফাঁকা সময় পেলেই নানা রকম পদ তৈরি করে ফেলতে ভালবাসেন মধুমিতা।

আরও পড়ুন: ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ হয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন ‘আলো ছায়া’ খ্যাত দেবাদৃতা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest