Madhumita Sarcar wishes Happy Diwali in Backless Blouse, sleepless night with many hearts

Madhumita Sarcar: ব্যাকলেস ব্লাউজে দীপাবলির শুভেচ্ছা মধুমিতার, রাতের ঘুম উড়ল বহু হৃদয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীপাবলি মানেই আলো এবং অনন্দের উৎসব। চারিদিকে প্রদীপের আলো, টুনিতে সেজে উঠেছে। এই দিওয়ালিতে ঝলমলে লুকে ধরা দিয়েছেন টলিউড তারকারা। হাতে থালা ভর্তি সাজানো প্রদীপ, আকাশি লেহঙ্গায় অপূর্ব দেখাচ্ছে মধুমিতা সরকারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্যাজুয়াল আউটফিটেও মধুমিতা তাক লাগিয়ে দেন। আবার কখনও হট ড্রেসে বোল্ড বেব হয়ে ধরা দেন। তবে ট্র্যাডিশনাল আউটফিটেও কীভাবে হটনেস জাহির করতে হয়, তা মধুমিতার থেকে শেখা উচিত। অভিনেত্রীর দীপাবলির বিশেষ লুক (Diwali 2022) ছিল দেখার মতো। একটি লেহঙ্গা-চোলি সেটে (Lehenga Choli Set) ধরা দিয়েছিলেন মধুমিতা(Madhumita Sarcar)।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন: XXX বিতর্ক: যুব সমাজকে কলুষিত করছেন! একতা কাপুরকে ‘সুপ্রিম’ ভর্ৎসনা

আসমানি নীল রঙের একটি সুন্দর মনোক্রম্যাটিক লেহেঙ্গা চোলি সেট পরেছেন অভিনেত্রী।এই সেটে ছিল একটি চোলি, যা ক্রপড প্যাটার্নে রাখা হয়েছিল। এই চোলিতে ছিল স্ট্র্যাপ স্লিভ ডিটেলিং।লেহেঙ্গা সেটের এই চোলিতে ডিপ ভি নেকলাইন সবার নজর টানবেই। নীল রঙের উপর সাদা রঙের স্ট্রাইপ যোগ করা হয়েছিল। আর এই চোলির ব্যাক ডিটেলিং ছিল দেখার মতো।

এই আউটফিটের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন তিনি। গলার রুপোলি নেকপিসটি ছিল দেখার মতো। সুন্দর কানের দুল পরেছিলেন। বাম হাতে চুড়ির সাজ ছিল প্রশংসনীয়। চুল খোলাই রেখেছিলেন অভিনেত্রী। নিউট্রাল মেকআপে মধুমিতাকে ভীষণ সুন্দর লাগছে।

আরও পড়ুন: Anushka Sharma: বিরাটের স্বপ্নের ইনিংসে ‘পাগল’ অনুষ্কা! লিখলেন, তোমাকে আজীবন ভালেবাসব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest