কঙ্কালের ছবি, মৃত্যু নিয়ে পরপর উদ্ধৃতি পোস্ট, টুইটারে ফের রোষের মুখে মহেশ ভাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার একদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে নানা ভাবে ট্রোলড হয়েছেন পরিচালক। সপ্তাহের শুরুতেই ফের আরও একবার ট্রোলড হলেন পরিচালক। নেপথ্যে তারই একটি পোস্ট। এবার এক কঙ্কালের ছবি পোস্ট করে মহেশ ভাট উল্লেখ করেছেন বিশ্ব বিখ্যাত এক উক্তি ‘ডায়েড মেন থিংক অব ফানি থিংস’।

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়া কম কাটাছেঁড়া হয়নি। মহেশ ভাট ঘনিষ্ঠমহল থেকে সুশান্তকে নিয়ে উঠে আসা বেশকিছু চাঞ্চল্যকর বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত ভক্তরা। সুশান্তের আত্মহত্যার প্রায় এক সপ্তাহ পরেও যখন এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর ভক্তদের,তখনই ফের বোমা ফাটালেন মহেশ ভাট। সোমবার মহেশ ভাটের একটি টুইটকে ঘিরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

এদিন পরিচালক একটি কঙ্কালের ছবি পোস্ট করে, টড উইলিয়ামসের বিখ্যাত একটি উদ্ধৃতি উল্লেখ করেন, ‘ডায়িং মেন থিংক অব ফানি থিংস-অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ অল আর হিয়ার, আরন্ট ইউ? ডায়িং মেন’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, মরার আগের সময় মানুষ হাস্যকর/বিচিত্র চিন্তাভাবনা করে- আর এখানে আমরা সকলেই হচ্ছি আদতে তাই..মৃতপ্রায় মানুষ’।

আরও পড়ুন: ধূসর চুল, মোটা ফ্রেমের চশমা…‘পেহলা নাশা’র সেই চকোলেট বয় আজ ‘বুড়ো’! দেখুন আমিরের নয়া লুক…

একই ছবি পোস্ট করে ফের একটি উদ্ধৃতি উল্লেখ করেন মহেশ ভাট। নীলেশ জৈনের লেখা উর্দু পঙক্তি- ‘সবকে অন্দর এক-সা হি অবাদ হ্যায়, ফরক হ্যায় তো বস জিসম কা লিবাস হ্যায়’। অর্থ- প্রত্যেই যাঁরা এখানে বসবাস করতে সবই আদতে এক,পার্থক্য তো শুধু শরীরে চাপানো কাপড়টা।

MMB 1592820830751

এই টুইটারে জন্য ফের সমালোচনার মুখে মহেশ ভাট। একজন টুইটার ইউজার জবাবে লেখেন,’সুশান্তের মৃত্যু হাস্যকর লাগছে আপনার? আসলে ও আমাদের সবার উপর হাসছে কারণ আমরা কিছু করতে পারছি না, দোষীদের শাস্তি চাই’। অপর একজন লেখেন, আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কী? একটা ভালো আত্মা নাকি অসাড় কঙ্কাল-উত্তরটা পেয়ে যাবেন’।

mahesh bhatt twitt

সুশান্ত সিং এর মৃত্যুর পর পরিচালক মহেশ ভাট নিজেই সংবাদ মাধ্যমে বলেন তিনি জানতেন সুশান্তের এমন এক পরিণতি হতে চলেছে। শোনা যাচ্ছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে তাঁদের সম্পর্কে ইতি টানার পরামর্শও দিয়েছিলেন তিনি। সুশান্তের আচরণ তাঁর পারভিন বাবির মতো লেগেছিল বলেও জানিয়েছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটীজেনদের সমালোচনার মুখে পড়েছেন ভাট। অধিকাংশেরই প্রশ্ন, কেন অন্তিম পরিণতির সম্ভাবনা আঁচ করেও সুশান্তকে জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেননি তিনি?

আরও পড়ুন: সুশান্ত সম্পর্কে টিভি শো-তে কী বলেছিলেন দীপিকা? আর একবার ভাইরাল হল এই ভিডিও

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest