Mahira Khan: Pakistani Actress Mahira Khan Marries Businessman Salim Karim In An Intimate Ceremony. Video Inside

Mahira Khan: দ্বিতীয় বার বিয়ে করলেন মাহিরা, কনের সাজে দেখে উষ্ণ চুমু ‘স্বপ্নের রাজপুত্র’ সেলিমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দ্বিতীয় বার বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। হাত ধরলেন তাঁর প্রেমিক তথা বিজনেসম্যান সেলিম করিমের। তাঁদের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর হবে নাই না কেন শুনি এমন স্বপ্নের মতো সুন্দর বিয়ের ছবিকে যে ভাইরাল হতেই হতো!

১ অক্টোবর রবিবার পাকিস্তানের মুরিতে ডেস্টিনেশন ওয়েডিং সারেন মাহিরা খান ও সেলিম করিম। সেখানেই পার্ল কন্টিনেন্টাল হোটল ভুরবানে বসে ছিল রাজকীয় বিয়ের আসর। মাহিরা-সেলিমের ড্রিম ওয়েডিংয়ের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাঁর ব্যবসায়ী বরের ম্যানেজার অনুষা। যা দেখে একেবারে আবেগে ভেসেছেন অভিনেত্রী মাহিরা খানের অনুগামীরা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে প্যাস্টেল রংয়ের লেহেঙ্গা আর ভেল-এ কনের সাজে মাহিরা খান আর নতুন বরের পরণে রয়েছে কালো শেওয়ানি আর নীল পাগড়ি। ওড়নায় মুখ ঢেকে স্বপ্নের নায়কের দিকে মাহিরা এগতেই আবেগে ভাসলেন সেলিম। চোখের কোণে জল। রাজকুমারী মাহিরার ওড়না উঠিয়ে কপালে উষ্ণ চুমু সেলিমের। এরপর একে অপরকে আলিঙ্গন। বিয়ের দিনে সেলিম-মাহিরার ভালোবাসার এই বিরল মুহূর্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: মা হচ্ছেন ঋতাভরী! খবর দিতেই সকলের প্রশ্ন, সন্তানের বাবা কে?

 

View this post on Instagram

 

A post shared by Niche Lifestyle (@nichelifestyle)

সেলিমের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মাহিরা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছাড়াও করাচির একটি অত্যন্ত জনপ্রিয় স্টার্ট আপের CEO। একইসঙ্গে সেলিম একজন ডিজে। উল্লেখ্য, সিঙ্গল মাদার মাহিরার আন্তর্জাতিক মহলেও বিস্তর ফ্যান ফলোয়িং। শিল্পপতি সেলিমের সঙ্গে সম্পর্ক বরাবরই লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন নায়িকা।

এর আগে ২০০৬ সালে লস অ্যাঞ্জেলেসে জীবনসঙ্গীকে খুঁজে পান মাহিরা। আলি আসকারির সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে আপত্তি জানায় মাহিরার পরিবার। সকলের অমতে আলিকে বিয়ে করেন মাহিরা। মাত্র ২৩ বছর বয়সে ২০০৭ সালে আলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিরা। বিয়ের দু’বছর পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু ২০১৫ সালে আলির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার। তার আট বছর পর নতুন করে ঘর বাঁধলেন অভিনেত্রী।

আরও পড়ুন: Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে আবার নতুন অতিথি, আসছে ভামিকার খেলার সঙ্গী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest