বাংলা সিনেমায় মল্লিকা শেরাওয়াত, শ্যুটিংয়ে আসছেন কলকাতায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মল্লিকা শেরাওয়াত এবং বোল্ড শব্দদুটি ইন্ডাস্ট্রিকে সমার্থক হিসেবেই ব্যবহৃত হয়। চুম্বন দৃশ্য থেকে বিতর্ক বরাবরই শিরোনামে এসেছেন তিনি। এবার তিনি কামব্যাক করছেন ওটিটির হাত ধরে। সেই সিরিজের শুটিংয়ের জন্য কলকাতায় আসবেন মল্লিকা।

জানা গিয়েছে, সৌমিক সেন পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মল্লিকা। আর তাঁর জন্যই খুব শিগগিরিই কলকাতায় আসতে চলেছেন তিনি। ‘গুলাব গ্যাং’, ‘স্কাইফায়ার’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’র মতো সিনেমা পরিচালনা করেছেন সৌমিক। ২০১৯ সালে তাঁর পরিচালনাতেই ‘মহালয়া’ (Mahalaya) ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক। শোনা গিয়েছে, সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌমিক। সম্ভবত শুটিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ছবিতে টলিপাড়ার বেশ কিছু চেনা মুখও দেখা যাবে বলে খবর।

হরিয়ানার এক জাঠ পরিবারে বড় হয়েছেন মল্লিকা। নাম ছিল রিমা লাম্বা। বলিউডে সাফল্য পাওয়ার তাগিদে তা ত্যাগ করেছিলেন। পরিবারের অমতেই বলিউডে এসেছিলেন। বিয়ে এবং ডিভোর্সের খবরও গোপন করে রেখেছিলেন। বিয়ে করেছিলেন দিল্লিনিবাসী পাইলট করণ সিং গিলকে। সেই সময় বিমানসেবিকার কাজ করতেন তিনি। কিন্তু শুরু থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন ছিল। ২০০১ সালে মল্লিকার ডিভোর্স হয়েছিল।

আরও পড়ুন: বাগদান পর্ব সারলেন নীল ও তৃণা, দেখুন দুই তারকার Engagement Moment

২০০৩ সালে যখন ‘খোয়াইশ’ (Khwahish) সিনেমার মাধ্যমে বি-টাউনে নায়িকা হিসেবে সফর শুরু করেছিলেন, ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। অভিনয়ের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন লাস্যের জোরে। ‘মার্ডার’, ‘প্যায়ার কে সাইড এফেক্ট’-এর মতো সিনেমার জোরে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন।

বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন নায়িকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যাংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত।বলিউডের এই সেক্স সিম্বলকে বিগত কয়েক বছরে কয়েকটি আইটেম ডান্স বা অতিথি শিল্পীর ভূমিকায় ছাড়া বড় পর্দায় সে ভাবে দেখা যায়নি। OTT প্ল্যাটফর্মের মধ্যে দিয়েই এখন নতুনভাবে নিজের কেরিয়ার শুরু করতে চান অভিনেত্রী।

আরও পড়ুন: ভেজা শরীরের আলিঙ্গন, ফারহানকে ভালবাসা পাঠালেন শিবানি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest