হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মন্দিরা বেদির স্বামী Raj Kaushal

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে। বয়স মাত্র ৪৯ বছর।

পরিচালক অনির টুইট করে জানান এই খবর। সোশ্যাল মিডিয়ায় এদিন অনির লেখেন, ”খুব তাড়াতাড়ি চলে গেলে। আজ সকালে পরিচালক ও প্রযোজক রাজ কৌশলকে হারালাম আমরা। খুব দুঃখজনক। আমার প্রথম ছবি মাই ব্রাদার নিখিল-এর প্রযোজক ছিলেন তিনি। হাতে গোনা সেই কয়েকজনের মধ্যে একজন যিনি আমার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করেছিলেন, পাশে ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

একজন কপিরাইটার হিসাবে নিজের পথচলা শুরু করেছিলেন রাজ। পরবর্তীতে মুকুল আনন্দ, সুভাষ ঘাইয়ের ত্রিমূর্তি-র মতো ছবিতে সহকারী হিসাবেও কাজ করেছিলেন। ১৯৯৮ সালে নিজের বিজ্ঞাপন সংস্থা শুরু করেন এবং প্রায় ৮০০টির উপরে কর্মাশিয়াল পরিচালনা করেছেন। লেখক-পরিচালক-প্রযোজক মোট তিনটি ছবি করেছেন নিজের কেরিয়ারে। প্যার ম্যায় কভি কভি, শাদি কা লাড্ডু এবং অ্যান্থনি কৌন হ্যায়- ছবির পরিচালনা করেন রাজ কৌশল।

আরও পড়ুন : অসুস্থ সংগীতশিল্পী কবীর সুমন, শ্বাসকষ্ট নিয়ে ভরতি এসএসকেএমে

খবর, রবিবারেও ঘনিষ্ট জনদের নিয়ে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন মন্দিরা-রাজ। উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সাগরিকা ঘাটকে, ক্রিকেটার জাহির খান সহ একাধিক তারকা ব্যক্তিত্ব। দুঃসংবাদ পাওয়ার পরেই তাঁদের বাড়িতে প্রথম আসেন আশিস চৌধুরী।

মন্দিরা বেদি ও রাজ কৌশলের প্রথম সাক্ষাৎ হয়েছিলেন  মুকুল আনন্দের বাড়িতে। মন্দিরা বেদি সেখানে অডিশন দিতে এসেছিলেন।রাজ মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন। এখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছরের ২৮ জুলাই ৪ বছরের তারাকে মন্দিরা-রাজ দত্তক নেন। এর আগে তারকা দম্পতির কোলে আসে এক মাত্র ছেলে বীর। তাঁদের কোনও কন্যা সন্তান না থাকায় এই পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা যায়। নেটমাধ্যমে মেয়ের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁরা। তারার পরিচয় দিয়ে মন্দিরা বলেছিলেন, ‘আমাদের ৪ বছরের মেয়ে। বীরের ছোট বোন। আমাদের ভীষণ আদরের। আপনারাও ওকে ভালবাসুন। আশীর্বাদ করুন’। এই ঘটনার জন্যও সেই সময় মন্দিরাকে যথেষ্ট কটাক্ষের শিকার হয়ে হয়েছিল।

আরও পড়ুন : বড় ঘোষণা SVF-র! পরপর আসছে প্রসেনজিৎ-দেব- অনির্বাণের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest