TRP List: ‘মিঠাই’-কে হারিয়ে শীর্ষে ‘কৃষ্ণকলি’, চোখ রাখুন- সেরা দশের তালিকায়

একচুলের ফারাকে প্রথম স্থান হারাল মিঠাই। দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ছোট পর্দার নতুন ক্রেজ ‘মিঠাই’। প্রায় প্রতি সপ্তাহেই টক্কর দিচ্ছে বাঘা বাঘা ধারাবাহিকের সঙ্গে। গত সপ্তাহে একই চ্যানেলের ‘কৃষ্ণকলি’, স্টার জলসার ‘খড়কুটো’কে টপকে ‘বাংলার সেরা’ হয়েছিল এই মেগা। ‘সপ্তাহ সেরা’ও হয়েছিল। চলতি সপ্তাহে এক চুলের জন্য সেই জায়গা থেকে ছিটকে গিয়েছে ‘মিঠাই-উচ্ছেবাবু’র রসায়ন। রেটিং চার্টে ১০.২ পেয়ে প্রথম স্থানে জি বাংলার কৃষ্ণকলি। ১০.১ পেয়ে দ্বিতীয় ‘মিঠাই’। ২ ধারাবাহিকের গত সপ্তাহের জায়গা এ ভাবেই বদলে গিয়েছে চলতি সপ্তাহে।

গত সপ্তাহের মতো এবারও ৯.২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ‘খড়কুটো’। চতুর্থ স্থানে রয়েছে ‘যমুনা ঢাকি’, পাঁচ নম্বরে জায়গা হয়েছে  ‘অপরাজিতা অপু’র। এই সপ্তাহের তালিকায় ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ পারফরম্যান্স খুব ভালো।  ৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্টার জলসার এই মেগা ধারাবাহিক তবে রানিমা ক্রমেই পিছনের দিকে। চলতি সপ্তাহে সপ্তম স্থানে নেমে গিয়েছে জি বাংলার এই পিরিয়ড ড্রামা।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী, উদ্বিগ্ন ভক্তরা!

মোট ৬৬২ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্টার জলসা। ৬৩৫ পয়েন্ট পেয়েছে জি বাংলা।

বাকিরা কে, কোথায়? দেখে নিন রেটিং চার্টে

সিরিয়াল পয়েন্ট স্থান চ্যানেল
কৃ্ষ্ণকলি ১০.২ প্রথম জি বাংলা
মিঠাই ১০.১ দ্বিতীয় জি বাংলা
খড়কুটো ৯.২ তৃতীয় স্টার জলসা
যমুনা ঢাকি ৯.০ চতুর্থ জি বাংলা
অপরাজিতা অপু ৮.২ পঞ্চম জি বাংলা
মহাপীঠ তারাপীঠ ৮.০ ষষ্ঠ স্টার জলসা
করুণাময়ী রাণী রাসমণি ৭.৭ সপ্তম জি বাংলা
দেশের মাটি ৭.৪ অষ্টম স্টার জলসা
মোহর ৭.৪ অষ্টম স্টার জলসা
গঙ্গারাম ৭.৩ নবম স্টার জলসা
শ্রীময়ী ৭.১ দশম স্টার জলসা
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest