কালীপুজোয় সারপ্রাইজ দিলেন মিমি চক্রবর্তী, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে হাজির জিৎ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তেমন ভাবে কাউকে না জানিয়ে ঝটিকা সফরে দেশের বাড়িতে এলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। । তার ফাঁকেই সেরে ফেললেন পাড়ার পুজোর উদ্বোধন। দিন কয়েকের ছুটি কাটাতে দেশের বাড়ি জলপাইগুড়ি পান্ডাপাড়ায় এসেছেন মিমি চক্রবর্তী। বাড়ির পাশেই পান্ডাপাড়া কালীবাড়ি। আর তার পাশেই নবীন সংঘ ক্লাব যার আজীবন সদস্য তিনি।

পাড়ার দাদাদের অনুরোধে রাতে পুজোর উদ্বোধন করলেন মিমি।উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাখা উদ্বোধনী ভাষনে কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি প্রচার করতে দেখা যায় তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

অন্যদিকে, শুক্রবার ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে আবীর-রুক্মিণী অভিনীত ছবি ‘সুইজারল্যান্ড’। ছবি মুক্তির ঠিক আগে দক্ষিনেশ্বরের কালী মন্দিরে পুজো দিলেন জিৎ। সঙ্গে ছিলেন পরিচালক সৌভিক কুণ্ডু ও টিমের অন্যান্যরা। এই ছবিতে জিৎ অবশ্য প্রযোজকের ভূমিকায়।

আরও পড়ুন: ১৫ কেজি ওজন কমিয়ে আগের রূপে ফিরলেন অপু বিশ্বাস, শুরু করলেন ‘ছায়াবৃক্ষ’-এর শুটিং

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যাওয়ার ছবি পোস্ট করে জিৎ লিখেছেন, ”২০০২ এর ১৪ জুন থেকে এখনও পর্যন্ত মুক্তির দিন সকালে পুজো দিতে কখনও ভুলিনি। এবার অবশ্য আমি ক্যামেরার পিছনের ভূমিকায় রয়েছি। সুইজারল্যান্ড আজ মুক্তি পাচ্ছে। পরিচালক সৌভিক কুণ্ডু সহ টিমের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পুরো টিমের পরিশ্রম দর্শকদের মন জয় করে নেবে।”

আরও পড়ুন: এক লেহেঙ্গা তৈরিতে ১৪ মাস! ছবি পোস্ট করেই নেট দুনিয়ায় ট্রোলড কঙ্গনা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest