আজ ১৫ অগস্ট। দেশের ৭৪তম স্বাধীনতা দিবস।পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজই স্বাধীন হয়েছিলাম আমরা। করোনা সংকটের মধ্যেই এবছর দেশবাসী উদযাপন করেছে স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কিছু কিছু প্রশ্ন আজও আমাদের মনকে নাড়িয়ে দেয়, সবচেয়ে বড় প্রশ্ন হল আমরা কি সত্যিই স্বাধীন?
সেই সব প্রশ্নই এদিন উঠে এল মিমি চক্রবর্তীর ইন্ডিপেনডেন্স ডে স্পেশ্যাল ভিডিয়ো বার্তায় এদিন স্বাধীনতার আসল মানে খোঁজবার চেষ্টা করলেন অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তী। আসলে স্বাধীনতা দিবস পালন করলেই কি স্বাধীন হওয়া যায়? মনের স্বাধীনতা কী সত্যি আমাদের রয়েছে? চারপাশের মানুষদের থেকেই চেষ্টা করলেন স্বাধীনতার মানে খুঁজে বের করার। আর আমাদের মানসিকতার চিত্রটি এঁকে দিলেন মাত্র তিন মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিয়োতে।
লকডাউনে করোনা-যোদ্ধাদের সমাজ যেভাবে ব্রাত্য করবার চেষ্টা করেছি আমরাই কিংবা আজও সমাজ যেভাবে তৃতীয় লিঙ্গের মানুষদের সমান চোখে গ্রহণ করতে পারেনা কিংবা আজও বিভিন্ন পেশায় লিঙ্গবৈষম্যের নজির চোখে পড়ে-সেই সব কথা উঠে এল এই ভিডিয়ো।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে দেখতে পারেন এই ৬ দেশাত্মবোধক হিন্দি সিনেমা, জেনে নিন ভিডিও- তে…
https://www.instagram.com/p/CD4ZLDhgNln/
মিমির মতে, এখনও আমরা সেই ভরসা অর্জন করতে পারিনি। কারণ আমরা মনের দিক থেকে এখনও পরাধীন।এই ৭৪ তম স্বাধীনতা দিবসে আশেপাশে ঘটে চলা এরকম হাজারো প্রশ্নকেই উসকে দিলেন মিমি চক্রবর্তী। এই বছরের স্বাধীনতা দিবসে স্বাধীন ভাবনারই ডাক দিলেন মিমি।
আরও পড়ুন: প্রকাশ্যে ‘বেবিবাম্প’! শ্যুটিংয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান