Mimi Chakraborty's Latest Fashion Shoot In White Lahenga, Here Is Pics

Mimi Chakraborty: সাদা ব্রালেটে লাস্যময়ী লুকে মিমি, নজর কাড়ল নির্মেদ চেহারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী টলিউডের অন্যতম ডিভা। তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে প্রচুর চর্চা চলে নেটদুনিয়ায়। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন ড্রেস মিমির থেকে চোখ সরানো দায় নেটিজেনের। সম্প্রতি দুধ সাদা লেহেঙ্গায় হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ব্রা কাট টপের সঙ্গে সাদা সিক্যুইনের কাজ করা একটি লেহঙ্গা পরেছেন মিমি। সঙ্গে হাতে জড়িয়ে নিয়েছেন সাদা ওড়না।মিমি তাঁর এই লুকসকে সম্পূর্ণ করেন কানে মুক্তোর দুল। সঙ্গে মানাসই মেকআপও করেছেন। স্কিন টোনের সঙ্গে মিশিয়ে লিপস্টিক পরেছেন। ব্লাশার লাগিয়েছেন। অল্প মেকআপেই গ্ল্যামারস হয়ে উঠেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: Sourav Ganguly: বোর্ড সভাপতি পদে নেই সৌরভ, থমকে ছবির শুটিং

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

এই পোশাকে তাঁর মেদহীন শরীর একেবারে স্পষ্ট।ফটোশ্যুটে নায়িকার নির্মেদ চেহারা, নিজের ফ্ল্যাট অ্যাবস ফ্লন্ট করেছেন মিমি। মিমি যে তাঁর ফিগার মেনটেইন করেন তা বোঝাই যাচ্ছে।একাধিক পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছু কিছু ছবিতে সানগ্লাস পরে পোজ দিয়েছেন। ছবি শেয়ার করে কযাপশনে লেখা, ‘চশমা আর চশমা ছাড়া?’ মিমি ছবি পোস্ট করতেই প্রশংসার বন্যা।

আরও পড়ুন: বউকে গাড়ির তলার চাপা দেওয়ার চেষ্টা করা বলি-প্রযোজক কমল কিশোর গ্রেফতার !

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest