Minorities Rights Day 2020: ‘সংখ্যালঘু অধিকার’ দিবসে ফিরে দেখা কিছু মন ভালো করা বলিউড চরিত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১৮ ডিসেম্বর, জাতীয় সংখ্য়ালঘু অধিকার দিবস। বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন তারকা এমন কিছু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রগুলো সংখ্য়ালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। রইল সেইরকমই কিছু চরিত্র।

১৯৭০-এ মুক্তি পায় রাজ কপূর পরিচালিত ছবি ‘মেরা নাম জোকার’। এক খ্রীষ্টান শিক্ষিকার চরিত্রে ছিলেন অভিনেত্রী সিমি গ্রেওয়াল (Simi Garewal)। চরিত্রের নাম: মেরি।

১৯৭৭-এ মুক্তি পায় ‘অমর আকবর অ্যান্টনি’ (Amar Akbar Anthony)। মনমোহন দেশাই পরিচালিত এই ছবিতে অ্যান্টনি গঞ্জালভেস নামক এক খ্রীষ্টান ধর্মাবলম্বীর চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন।

২০০৩ এ মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘কাল হো না হো’ (Kal Ho Na Ho)।এই ছবিতে খ্রীষ্টান ধর্মাবলম্বীর চরিত্রে দর্শকরা দেখেছেন জয়া বচ্চন কে।চরিত্রের নাম জেনিফার কপূর।

২০০৫ এ মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘পারজানিয়া’ (Parzania)। যে ছবিতে একটি পার্সি চরিত্রে দর্শকরা দেখেছেন নাসিরুদ্দিন শাহ কে। চরিত্রের নাম সাইরাস পিঠাওয়ালা।

আরও পড়ুন: বান্ধবীদের সঙ্গে ব্যাচেলার পার্টিতে হুল্লোড় হবু কনে তৃণার, দেখুন ছবি

২০১০ এ মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘মাই নেম ইজ খান’(My Name Is Khan)। যে ছবিতে রিজওয়ান খান নামে একজন অটিস্টিক মুসলমান ধর্মাবলম্বীর চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

২০১২এ মুক্তি পায় বেলা সেগাল পরিচালিত ছবি ‘সিরিন ফারহদ কি তো নিকল পড়ি’ (Shirin Farhad Ki Toh Nikal Padi)। এই রোম্যান্টিক কমেডি তে পার্সি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বোমান ইরানিকে।

২০১৮ এ মুক্তি পায় অনুভব সিনহা পরিচালিত ছবি ‘মুল্ক’(Mulk)।এই ছবিতে ‘মুরাদ আলী মহম্মদ’ নামে মুসলমান ধর্মাবলম্বীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঋষি কাপুরকে ।

২০১৯ এ মুক্তি পায় জোয়া আখতার পরিচালিত ছবি ‘গলি বয়’(Gully Boy)।এই ছবিতে ‘সইফিনা ফিরদৌস’ এবং ‘মূরদ আহমেদ’ নামে দুটি মুসলমান ধর্মাবলম্বীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় আলিয়া ভাট এবং রনবীর সিংকে।

আরও পড়ুন: বিয়ের কার্নিভাল! চাঁদের হাট গৌরব- দেবলীনার দ্বিতীয় রিসেপশনেও, দেখুন ছবি…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest