Miss World 2021 Postponed After India's Manasa Varanasi, 16 Others Get Covid

করোনা আক্রান্ত ভারতীয় সুন্দরী সহ বহু প্রতিযোগী! পিছিয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিডের থাবা বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আসরে ৷ তার জেরে আপাতত স্থগিত করা হল মিস ওয়ার্ল্ড ২০২১-এর ফিনালে (Miss World 2021 postponed for Covid outbreak)৷ জানা গিয়েছে, মিস ইন্ডিয়া 2020 মানাসা বারাণসী (Miss India Manasa Varanasi covid positive)-সহ ১৭ জন প্রতিযোগী ও কর্মী কোভিডে আক্রান্ত (Covid outbreak in Miss World 2021)৷ এই অবস্থায় সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না-পড়ে, সে জন্য পুয়োর্তো রিকোয় মিস ওয়ার্ল্ডের ফিনালে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত দিন ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। আয়োজকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতায় আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিযোগী, কর্মী এবং সর্বোপরি সাধারণ জনতার স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। প্রতিযোগিতার আগেরদিনই বেশ কয়েকজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে মোট ১৭ জন করোনা আক্রান্ত। ড্রেসিং রুম এবং মঞ্চে কারও প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্যবিধিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

 

View this post on Instagram

 

A post shared by Femina Miss India (@missindiaorg)

আরও পড়ুন: Katrina-Vicky: এয়ারপোর্টে সিঁদুর-চূড়ায় নতুন বউ, মুম্বইয়ে ফিরলেন ভিকি-ক্যাটরিনা

আয়োজকরা আরও জানিয়েছেন, আপাতত তাঁদের তত্বাবধানেই কর্মী ও প্রতিযোগীদের চিকিৎসা চলবে। কোভিডমুক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে যে যাঁর বাড়ি ফিরে যেতে পারেন। ‘মিস ওয়ার্ল্ড’-এর সিইও জুলিয়া মোরলি জানিয়েছেন, ”খুব দ্রুত আবার আমাদের প্রতিযোগীরা ফিরে আসুন। তাঁদের নিয়ে চূড়ান্ত বাছাই পর্ব মিটিয়ে ফেলতে চাই। কোনও এক সুন্দরীর মাথায় বিশ্বের সেরা সুন্দরীর মুকুটটি পরিয়ে দিতে চাই। সেই অপেক্ষাতেই দিন গুনছি।”

 

View this post on Instagram

 

A post shared by manasa varanasi (@manasa5varanasi)

এ বছর মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু (Miss Universe 2021 Harnaaz Sandhu)৷ জিতে নিয়েছেন সেরার শিরোপা ৷ এ বার ৭০তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মানাসা ৷ তিনি ২০২০ সালে ‘মিস ইন্ডিয়া’ মুকুট তুলেছিলেন মাথায়। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল জামাইকার টোনি-অ্যানের মাথায় ৷

আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে দামি মুকুট হরনাজের মাথায়! এক বছর ধরে জীবনযাপন করবেন ‘রাণী’র

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest