সামনে এসে গিয়েছে বছরের ১৭তম সপ্তাহের টিআরপি তালিকা। যা স্পষ্ট বলে দিচ্ছে ফের বাংলা সেরা মিঠাই। ধারাবাহিকে মিঠাইয়ের সঙ্গে উচ্ছেবাবু-র বিচ্ছেদ হবে? এই সমীকরণে মজে দর্শক। ফলাফল, চলতি সপ্তাহেও ধারাবাহিকটি ‘বাংলা সেরা’ এবং ‘সপ্তাহ সেরা’।
১০-এর মধ্যে তার দখলে ৯.৪ পয়েন্ট। দ্বিতীয় আর তৃতীয় স্থান নিয়ে জোরদার লড়াই। ৮.৬ পেয়ে দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’ আর ‘কৃষ্ণকলি’। ৭.৪ পেয়ে তৃতীয় ‘খড়কুটো’, ‘রাসমণি’, যমুনা ‘ঢাকি’। রানিমার ভক্তদের জন্যও এই রিপোর্ট কার্ড যথেষ্ট স্বস্তির কারণ এক ধাক্কায় সপ্তম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার এই পিরিয়ড মেগা সিরিয়াল। গানের সিডি বের করার জন্য ভজনবাবুর ১ লক্ষ ৬০ হাজার টাকা ধার নেওয়ার টানটান উত্তেজনা ফের পঞ্চম থেকে তৃতীয় স্থানে এগিয়ে দিয়েছে ‘খড়কুটো’কে।
৭.২ পেয়ে চতুর্থ স্থানে ‘শ্রীময়ী’। পঞ্চমে ‘মহাপীঠ তাপারীঠ’। তার সংগ্রহ ৬.৮। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই সপ্তাহেই প্রথমবার সেরা ১০-এর তালিকায় ঢুকে পড়েছে স্টার জলসার চর্চিত এবং বিতর্কিত ধারাবাহিক বরণ।
আরও পড়ুন: আইসোলেশন শেষ, সুস্থ হয়ে ইউভানের কাছে ফিরলেন শুভশ্রী
এ সপ্তাহে ‘সপ্তাহ সেরা চ্যানেল’ বিভাগে নম্বরের সূক্ষ্ম পার্থক্য জি বাংলা, স্টার জলসার মধ্যে। জি বাংলার সংগ্রহ ৬০৫ পয়েন্ট। স্টার জলসা পেয়েছে ৬০২ নম্বর। বাকিরা কে কোথায়? চোখ রাখুন চার্টে
মিঠাই- ৯.৪ (প্রথম)
অপরাজিতা অপু- ৮.৬ (দ্বিতীয়)
কৃষ্ণকলি- ৮.৬ (দ্বিতীয়)
খড়কুটো- ৭.৪ (তৃতীয়)
করুণময়ী রাণী রাসমণি- ৭.৪ (তৃতীয়)
যমুনা ঢাকি- ৭.৪ (তৃতীয়)
শ্রীময়ী- ৭.২ (চতুর্থ)
মহাপীঠ তারাপীঠ- ৬.৮ (পঞ্চম)
দেশের মাটি- ৬.৭ (ষষ্ঠ)
গঙ্গারাম- ৬.৭ (ষষ্ঠ)
খেলাঘর- ৫.৯ ( সপ্তম)
জীবনসাথী- ৫.৩ (অষ্টম)
বরণ- ৫.০ (নবম)
গ্রামের রানি বীণাপাণি- ৫.০ (নবম)
ফেলনা- ৪.৩ (দশম)
কড়ি খেলা- ৪.৩ (দশম)
আরও পড়ুন: প্রেমের হাওয়া ‘দেশের মাটি’-তে! দর্শক চোখে হারাচ্ছে রাজা-মাম্পির সম্পর্ককে!