এই সপ্তাহেও প্রথম স্থানে ‘মিঠাই’, ঘাড়ে নিশ্বাস ফেলছে ‘অপু’, ‘সেরা ৫’-এ ‘খড়কুটো’- দেখুন TRP তালিকা

এখন সিরিয়াল প্রেমীদের কাছে রাত ৮টা মানেই জি বাংলার ‘মিঠাই’ তা স্পষ্ট হয়ে গেল আবারও। 
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মিঠাই-কে টলানো যাচ্ছে না কিছুতেই! টিআরপি তালিকায় লকডাউনের প্রভাব অল্পবিস্তর পড়েছে ঠিকইস কিন্তু মিঠাই-এর অবস্থানে কোনও নড়চড় নেই। গত কয়েক মাস যাবত জি বাংলার এই সিরিয়াল পয়লা নম্বর স্থান ধরে রেখেছে একভাবে। এই সপ্তাহেও ১১.৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলা টেলিভিশনের সেরা ধারাবাহিক মিঠাই। সিদ্ধার্থ আর মিঠাইয়ের ডিভোর্সের মামলা নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। টানটান উত্তেজনার বশে দর্শকরাও চুম্বকের মতো আটকে রয়েছেন টেলিভিশন সেটের সঙ্গে। এখন সিরিয়াল প্রেমীদের কাছে রাত ৮টা মানেই জি বাংলার ‘মিঠাই’ তা স্পষ্ট হয়ে গেল আবারও।

অন্যদিকে বার্ক-এর তরফে প্রকাশিত ২০তম সপ্তাহের রেটিং অনুসারে কৃষ্ণকলিকে সরিয়ে ফের দু-নম্বরে উঠে এল অপরাজিতা অপু (৯.৯)। একদিকে মেঘার অপরাধীকে ধরা অন্যদিকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। সব মিলিয়ে অপুর বুদ্ধিমত্তা এখন দেখার মতন।

তৃতীয় স্থানে যৌথ ভাবে রয়েছে ‘কৃষ্ণকলি’ ও ‘যমুনা ঢাকি’, জি বাংলার দুই সিরিয়ালের দখলেই ৮.৮ পয়েন্ট। চার নম্বরে জায়গা করে নিয়েছেন রানিমা। স্বস্তি কিছুটা ফিরিয়ে সেরা পাঁচে ফিরেছে ‘খড়কুটো’, তবে সিরিয়ালের রেটিং পয়েন্ট বেশ খানিকটা কমে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। আগন্তুকের টুইস্ট ভীষণরকমভাবেই ব্যর্থ খড়কুটো’ নির্মাতাদের জন্য।

আরও পড়ুন:  ৪০ পেরিয়েও রোম্যান্টিক শ্রীলেখা, আপেল আর পুরুষের মধ্যে খুঁজলেন সমীকরণ

সব মিলিয়ে লক ডাউনেও বাংলা সিরিয়াল জমে ক্ষীর। চলুন দেখে নিই এই সপ্তাহের সেরা কারা:-

১.মিঠাই – ১১.৯

২.অপরাজিতা অপু – ৯.৯

৩.কৃষ্ণকলি ও যমুনা ঢাকি – ৮.৮

৪.রানী রাসমণি – ৮.১

৫.খড়কুটো – ৭.৪

৬.মহাপীঠ তারাপীঠ – ৭.৩

৭.গঙ্গারাম – ৬.৯

৮.শ্রীময়ী – ৬.৫

৯.গ্রামের রাণী বীণাপাণি – ৫.৯

১০.দেশের মাটি – ৫.৭

১১.খেলাঘর – ৫.৪

১২.বরণ – ৫.২

১৩.জীবন সাথী – ৫.০

১৪.রিমলি -৪.৬

১৫.কড়িখেলা – ৪.৪

১৬.ফেলনা – ৪.১

১৭.এই পথ যদি না শেষ হয় – ৩.৯

১৮.তিতলি – ৩.৩

১৯.কি করে বলবো তোমায় – ৩.০

২০.মোহর – ২.৯

রিয়ালিটি শো

১.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৬.৪

২.দিদি নাম্বার ওয়ান – ৪.০

৩.দিদি নাম্বার বৈশাখী বাম্পার – ৩.২

৪.রান্নাঘর – ১.৭

এ সপ্তাহে ২ চ্যানেলের নম্বরের ফারাক আরও বেড়েছে। জি বাংলা পেয়েছে ৬২৫। স্টার জলসা ৫৯৫।

আরও পড়ুন: AbRam নাকি শাহরুখের বড় ছেলে আরিয়ানের পুত্র! জবাবে যা বলেছিলেন SRK

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest