Site icon The News Nest

TRP: বিপদ বাড়ছে মিঠাইয়ের! সমান নম্বর পেয়ে প্রথম স্থানে ‘গাঁটছড়া’, ‘আলতা ফড়িং’

SERIAL

৪৩ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় একছত্র আধিপত্য কায়েম রেখেছিল ‘মিঠাই’ রানি। কিন্তু গত কয়েক সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর বেশ কমছিল। ফলে চিন্তার ভাঁজ বাড়ছিল ভক্তদের মনে। আর আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। আর ঘাড়ে শ্বাস ফেলা নয়।এবার মিঠাইয়ের সঙ্গে একই আসন ভাগ করে নিল ‘গাঁটছড়া’, ‘আলতা ফড়িং’ও।  ৯.৮ পেয়ে এ সপ্তাহে শীর্ষ স্থানে তিনটি ধারাবাহিক !

শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিতে পেরেছে খড়ি আর ফড়িং-এর জীবনযুদ্ধের গল্প আর দর্শকদের সেই ভালোবাসার প্রতিফলন এবার সোজা টিআরপি তালিকায়।

আরও পড়ুন: Eken Babu: বড় পর্দাতেও এবার একেন বাবুর গোয়েন্দাগিরি, প্রকাশ্যে প্রথম লুক

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

গাঁটছড়া- ৯.৮ (প্রথম)

আলতা ফড়িং- ৯.৮ (প্রথম)

মিঠাই- ৯.৮ (প্রথম)

মন ফাগুন- ৯.৫ (দ্বিতীয়)

ধুলোকণা- ৯.৩ (তৃতীয়)

আয় তবে সহচরী- ৮.৫ (চতুর্থ)

খুকুমণি হোম ডেলিভারি- ৮.৪ (পঞ্চম)

উমা- ৮.৩ (ষষ্ঠ)

পিলু- ৭.৭ (সপ্তম)

এই পথ যদি ননা শেষ হয়- ৭.৩ (অষ্টম)

অপরাজিতা অপু- ৭.২ (নবম)

গঙ্গারাম- ৭.১ (দশম)

উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী জি বাংলার ধারাবাহিকগুলির টিআরপি(TRP)। অন্যদিকে টিআরপি (TRP) তালিকায় ভালো ফল করছে স্টার জলসার ধারাবাহিকগুলির।  আগের সপ্তাহে পার্থক্য ছিল ১৫০ নম্বরের। এ সপ্তাহে সেটি আরও বেশি। সেই অনুযায়ী প্রথম স্থানে স্টার জলসা। তার থেকে অনেকটাই পিছিয়ে জি বাংলা।

আরও পড়ুন: ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এই জনপ্রিয় নায়কের শ্বশুর

 

Exit mobile version